বৃহস্পতিবর, ২৮ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫১ am

সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বীজ সঙ্কটেও সারের দাম চড়া, চাষিদের মাথায় হাত রাজশাহীতে আ.লীগের কর্মীসহ ১৮ জন গ্রেপ্তার জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে শিবিরের বিক্ষোভ আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন দুর্গাপুরে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামিসহ আটক ৮ তানোরে দখল বাজিতে বিএমডির গভীর নলকূপে সেচ পাচ্ছে না কৃষক বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন তানোর থানার মোড়ে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ প্রয়োজন গোদাগাড়ীতে পদ্মানদীতে বালি উত্তোলন ও ড্রামট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন রাজশাহীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা চাঁপাইয়ের কৃষি শ্রমিক তানোরে ধান কাটতে এসে বাড়ি ফিরলেন লাশ হয়ে চট্টগ্রামে আদালত এলাকায় বিক্ষুব্ধদের হামলায় আইনজীবী নিহত পেঁয়াজ-আলু রপ্তানি বন্ধ করল ভারত সাত মণ ধানে এক বস্তা ব্র্যাকের আলুবীজ, তাও অপেক্ষায় জুটছে কপালে তানোরে ব্র্যাকের আলুবীজ কালোবাজারে বিক্রি? জব্দে ইঁদুর বিড়াল খেলা আরএমপি পুলিশের অভিযানে আ.লীগের নেতাসহ ১২ জন গ্রেপ্তার দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার দীর্ঘ প্রতিক্ষায় বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন জামিনে বেরিয়ে আবারও গ্রেপ্তার রাজশাহী-৬ আসনে সাবেক এমপি রাহেনুল তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি
বাঘায় নৌকায় ভোট দিলেন মা, বাড়ি থেকে তাড়িয়ে দিলেন ছেলে

বাঘায় নৌকায় ভোট দিলেন মা, বাড়ি থেকে তাড়িয়ে দিলেন ছেলে

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-৬ আসনের ভোটা তিনি। বাড়ি বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে। নৌকা প্রতীককে ভালোবেসে ভোট দেওয়ায় বৃদ্ধা ওই মা রুপজান বেওয়াকে (৯০) বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে শাকেত আলী নামে এক পুত্রের বিরুদ্ধে। কোন উপায় না পেয়ে বৃদ্ধা মা আশ্রয় নিয়েছেন পাশে তরফ আলীর বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধার ভোটর হওয়ার পর থেকে নৌকায় ভোট দিয়ে আসছিলেন। সেই মোতাবেক ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধন্দহ-অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট প্রদান করে। বৃদ্ধা মায়ের ভোট দেওয়ার বিষয়টি ছেলে জানতে পেরে ভোটের দিন সন্ধ্যায় অকথ্য ভাষায় গালিগাজার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। বৃদ্ধা কোন উপায় না পেয়ে পাশে তরফ আলীর বাড়ির আশ্রয় নিয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারী) বৃদ্ধা রুপজান বেওয়া বিষয়টি জানাতে স্থানীয় আওয়ামী লীগের নেতা আলম হোসেনের কাছে তার বাড়ির আঙ্গিনায় বাঁশের তৈরী করা মাচানে বসে অভিযোগ গুলো করেন। বৃদ্ধার কথা শুনে আলম বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে অবগত করেন। বিষয়টি যাছাই-বাছাই করে বৃদ্ধার জন্য জমি দেখার জন্য বলেছেন বলে আলম হোসেন জানান।

এদিকে ছেলে শাকেত আলী তার বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কখা অশিকার করে বলেন, মাকে নৌকায় ভোট দেওয়ার বিষয়ে কোন কথা বলেনি। বৃদ্ধ হয়ে গেছে, আমার উপর রাগ করে বাড়ি থেকে চলে গেছে। তবে দুই/এক দিন পর রাগ কমে গেলে বাড়িতে চলে আসবে।

বৃদ্ধা রুপজান বেওয়া বলেন, ছেলে নৌকায় ভোট দিতে নিষেধ করেছিল। ছেলে নিষেধ না শুনায় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি সারা জীবন নৌকায় ভোট দিয়ে এসেছি। নৌকা প্রতীক দেখে ছেলের কথা রাখতে পারিনি। তবে যে কয়দিন বেচে আছি, ভোট আসলে নৌকা ছাড়া আর কাউকে ভোট দিতে পারবেন না বলে জানান।

তরফ আলী বলেন, নৌকায় ভোট দেওয়ার কারনে তার ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে মাগরিব নামাজের পরে আমার বাড়িতে আসেন। তাকে রাতের খাবার খাইয়ে পাশের একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছি। আমার বাড়িতে দুইদিন থেকে আছে। কথাও থাকার জায়গা না পেলে আমার এখানে খাববে এতে কোন অসুবিধা হবে না। বৃদ্ধ হয়ে গেছে কতো দিনই না বাঁচবে। যতোদিন ইচ্ছা থাকবে কোন সমস্যা নেই। রুপজানের স্বামী হয়রত আলী প্রায় ৩০ বছর আগে মারা গেছে। সেও নৌকার ভক্ত ছিল। নির্বাচন আসেল নৌকার মিছিলে আগে আগে থাকতো। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.