মঙ্গবার, ০৩ িসেম্র ২০২৪, সময় : ১১:২৩ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে পরাজয় হয়েছে অভিনেত্রী মাহিয়া মাহির। এজন্য তার জামানত বাজেয়াপ্ত হচ্ছে। রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মাহি পেয়েছেন মাত্র ৯ হাজার ৯ ভোট। ওই আসন থেকে ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তার নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি আগেই বলেছিলেন, ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি ভোটের পরদিন পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেবো, আমি তাদের সঙ্গে আছি।
তিনি আরও বলেন, এটা আমার প্রথম নির্বাচন। অন্যদের মতো আমি একদম পুরোদস্তুর রাজনীতিবিদ না। অনেকেই আমার বয়সের আগে থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের কার্যক্রম যতটা মসৃণ হবে, সেখানে আমার তো একটু ঘাটতি থাকবেই। তবে ওভারঅল সবকিছু ভালোই আছে।
নির্বাচনে হেরে গেলেও অংশগ্রহণকে নিজের অন্যতম অর্জন দাবি করে ভোটের দিন সকালে মাহি বলেন, পাস করি, আর ফেল করি এখন এটা আমার কাছে বড় বিষয় না। তবে আমি মানুষের এত কাছাকাছি গিয়েছি, এত বয়স্ক মানুষের দোয়া পেয়েছি যা বলার মতো নয়। প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি এবং অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। মানুষের কষ্টের কথাগুলো শুনেছি। এর থেকে অনেক কিছু শেখার আছে। তাদের জন্য আমার অনেক করণীয় আছে। রা/অ