বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৫৪ pm
নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে বালু বোঝাই দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে আরেক বালু বোঝাই ট্রাকে ধাক্কায় ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) ভোর ছয়টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কারবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামের মৃত এলাহী আলীর ছেলে ও ট্রাকের চালক শাহীন রহমান (২৮) ও আজিপুর গ্রামের বাসিন্দা ও চালকের সহকারী জসিম উদ্দিন (২৬)।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালু বোঝাই দুইটি ট্রাক (কুষ্টিয়া-ট ১১-১৫৭৪) ও (ঝিনাইদহ-ট ১১-১৪৮১) ঝিনাইদহ যাচ্ছিল। নাটোর-পাবনা মহাসড়কের কারবালা এলাকায় পৌছালে সামনের ট্রাকের দ্রুত ব্রেক করলে পিছেনে ট্রাক ধাক্কা দেয়। এতে পিছনের ট্রাকের সামনের অংশ দুমরে মুচরে গিয়ে ঘটনাস্থলেই চালক ও চালকের সহকারী নিহত হয়। তিনি আরও জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।