শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০১:০১ am
নিজস্ব প্রতিবেদক :
জমিদার সাহেবের টাকা বিতরণ ভোটের মাঠে বড় চ্যালেঞ্জ। এমন মন্তব্য করেছেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা (চিত্রনায়িকা মাহিয়া মাহি)। অভিযোগের আঙুল তুলেছেন একই আসনের আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রার্থী ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর তানোর উপজেলার মন্ডুমালা বাজারে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ১৭ দফার ইশতেহার ঘোষণা করেন মাহিয়া মাহি।
১৭ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি।
মাহিয়া মাহি ভোটারদের উদ্দেশে বলেন, জমিদারের লোকেরা টাকা দিলে নিয়ে নিবেন। কিন্তু ভোটটা ট্রাক প্রতীকে দিবেন।
জমিদার সম্মোধন করে তিনি আরও বলেন, জমিদারের অত্যাচার থেকে তানোর-গোদাগাড়ীবাসীকে মুক্ত করার জন্যই তিনি নির্বাচনে নেমেছেন। জয় কিংবা পরাজয়, যেটাই আসুক না কেন, নির্বাচন শেষেও এলাকার মানুষের পাশে থাকবেন ও দ্বারে দ্বারে যাবেন বলেও আশ্বাস দেন তিনি। রা/অ