রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:০৮ pm
নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
বাগমারায় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির কাঁচি প্রতীকের লিফলেট বিতরণের সময় হামলা চালিয়ে নারীসহ ৫ জন কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। রাজশাহী- ৪ (বাগমারা) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের সমর্থক হামিরকুৎসা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি সাফিনুর নাহার ও যোগীপাড়া ইউনিয়ন মহিলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইসরাত জাহান মঙ্গলবার বিকেলে কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে সিএনজিযোগে সখোপাড়া গ্রামে গিয়ে কাঁচি প্রতীকের লিফলেট ও প্রচারপত্র বিতরণ করছিলেন।
এসময় নৌকার প্রার্থী আবুল কালামের সমর্থক হামিরকুৎসা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমের নেতৃত্বে ১০-১২ জন তাদের পিটিয়ে আহত করে এবং সিএনজি থেকে কাঁচি প্রতীকের দুই হাজার লিফলেট ও প্রচারপত্র কেড়ে নিয়ে পুকুরে ফেলে দেয়। আহতদের মধ্যে- সাফিনুর নাহার, ইসরাত জাহান, বিউটি, এমপি এনামুল হকের ভাতিজি পাপিয়া জাহান, শারমিন আক্তার ও সিএনজি চালক শাহজাহান আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রা/অ