শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৫৫ pm

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
জীবনের স্মৃতিগুলো অমূল্যের হোক! রাজু আহমেদ

জীবনের স্মৃতিগুলো অমূল্যের হোক! রাজু আহমেদ

জগৎ অনন্য সুন্দর যদি ভালো মানুষের দেখা পান! সেটাও উপভোগের, যদি দেখা পেয়েও মন্দের সঙ্গ এড়াতে পারেন! অথচ আমরা বিভিন্নভাবে অভিন্ন অভিন্ন বৈশিষ্ট্যের অনাকাঙ্ক্ষিত মানুষের সাথে জড়িয়ে যাই! ক্ষণিকের বন্ধুত্ব শেষে বিচ্ছেদ ঘটে। জীবনে দুঃখ আসে। সবকিছু ছাপিয়ে আবার জীবন উপভোগ্য হয়! অর্জনের ঝুলিতে জমা হয় অভিজ্ঞতা! যে অভিজ্ঞতা ভবিষ্যতের ভুল থেকে আমাদের রক্ষা করে! যারা ভুল থেকে শেখে না তারা বিপদে ডুবে থাকে। ক্ষতিগ্রস্ত হয়! জীবনকে তাচ্ছিল্য করে! ভাগ্যকে দোষারোপ করতেও ছাড়ে না! অথচ মানুষ নিজের ভুল স্বীকার করে না!

জীবনের যেকোনো স্টেজে ভুল মানুষের সাথে দেখা হতে পারে! সবার হাতে ভালোবাসার ফুলের বদলে হৃদয়ে মিছরির ছুরিও থাকতে পারে। সততা ও সৎসাহস নিয়ে সব বিপদাপদের সামনে দাঁড়াতে হবে! দুষ্টদের কৌশলে এড়াতে হবে! কত মানুষের কত চাওয়া থাকবে-সব পূরণের দায়িত্ব আপনার নয়। আবার সরাসরি না বলাও অসৌজন্যতা! কাজেই নিজের সেফটির জন্য যেটুকু বর্ম দরকার সেটুকু অভেদ্য রাখতে হবে! ভুল মানুষের সঙ্গে জীবন বিষিয়ে যেতে পারে মৃত্যুও কামনা করা লাগতে পারে! সহস্র ভুল মানুষের পতন হোক তবুও ভালো মানুষদের জীবন যাতে বিতৃষ্ণ না হয়ে ওঠে!

কারো জন্য কাঁদতে হলেও, কারো জন্য ভাবতে হলেও, কারো পথ চেয়ে থাকতে হলেও-সে যাতে বিশ্বস্ত মানুষ হয়। যাদের ওপর ভরসা করা যায় না তাদের জন্য ফর্সা চোখে ‘না’ রাখুন। একটা সুখী জীবনের মূল্য আছে। একটা পরিচ্ছন্ন জীবনের আবেদন আছে! ময়লার ভাগাড়ে কাক-শকুনের খাদ্য হওয়ার মধ্যে জীবনের স্বার্থকতা নাই। জীবন তো তখনই সুন্দর যখন জীবনের থেকে আলো ঠিকরে বেরোয়! জীবন তো তখনই আকর্ষণীয় যখন জীবন থেকে সুঘ্রাণ ছড়ায়! যে জীবন গন্ধের সে জীবন অন্ধের! ভুল মানুষের আসা-যাওয়ায় মনের অলিগলি বন্ধ না হোক।

কোথাও হেরে গেলে যেনো সেখান থেকে শিক্ষা নিয়ে পুনরায় দাঁড়াতে পারি! ভুলের পুনরাবৃত্তি বুদ্ধিমান জীবের থেকে আকাঙ্ক্ষিত নয়। পথ চলতে গিয়ে ভুল পথে পা পড়তে পারে, ভুল মানুষের সাথে বন্ধুত্ব হতে পারে, ভুল কাঁধে মাথা রাখতে পারে কিন্তু যখনই সজ্ঞা ফিরবে তখন ভুল শুধরে নেয়া উচিত। সারাজীবন এমনকি মৃত্যুর ওপারেও ভুলের রেশ টানার মধ্যে বুদ্ধিবৃত্তিক জীবের ছাপ নাই। সঠিক রাস্তায় সমুদ্রে নিপতিত হলেও আত্মতৃপ্তি থাকে। ভূল পথে সৌধে পৌঁছালেও অনুশোচনা জাগে! মানুষ ভুল করতে পারে কিন্তু ভুলকে সঠিক বানাতে পারে না!- তবে ভুল হয়ে যাবে বিলকুল!

জীবনে ভুল মানুষের অনুপ্রবেশ না ঘটলে সঠিক মানুষের মূল্য ও মূল্যায়ণ অধিকাংশই ঠিকভাবে করতে পারে না। আমরা আঘাত পেয়েই বুঝি, যিনি আঘাত করে না তার কদর! সুখের জন্য রাজপ্রাসাদ ছাড়ার মধ্যেও সাফল্য আছে কিন্তু ভুল পথে কুঁড়েঘর ভাঙাও ব্যর্থতা! কখনো কখনো ত্যাগ করে, যত্ন করে, ভালোবেসে মানুষকে আগলে রাখতে হয়! কখনো বুক দিয়ে, কখনো মুখ দিয়ে সম্পর্ক রক্ষা করতে হয়। যে ভালোবাসে তার বকাও মধুর। যে উপেক্ষা করে তার আদরেও ঘৃণা। অভিমানকে অবহেলা করলে সৌন্দর্য ধ্বংস হয়, সম্পর্ক নষ্ট হয়। ভালোবাসার বিনিময়েই ভালোবাসাকে আগলে রাখতে হয়। বুকে ধরতে হয়। পৃথিবীর সৌন্দর্য উপভোগ করাতেই শোভা! সেটা সিলেক্টিভ মানুষের সাথে করা উচিত! যে মানুষের রসবোধ কম, ভালোবাসাকে ভোগ মনে করে-তাদের সাথে মধুর স্মৃতি জন্মে না! কলাম লেখক, [email protected]

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.