রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩১ am
নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
রাজশাহীর-৪ (বাগমারা) আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের কাঁচি প্রতীকের মিছিলে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে সোমবার থানায় একটি মামলা করা হয়েছে। বাগমারা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু বাক্কার সিদ্দিক বাদি হয়ে মামলাটি করেছেন। মামলা দায়েরের পর ঘটনাস্থল থেকে আটক আফজাল হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে। সে গণিপুর ইউনিয়নের একডালা শেখপাড়া গ্রামের ওপির উদ্দিনের ছেলে।
জানা গেছে, রোববার সন্ধ্যায় গণিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ বাজারে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির কাঁচি প্রতীকের মিছিলে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক আব্দুর রাজ্জাক বাবু ও ওহিদুল ইসলামের নেতৃত্বে ৭০-৭৫ জন ক্যাডার বৃষ্টির মত ইটপাটকেল ছুড়ে। নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের নির্দেশে তার ক্যাডার বাহিনীরা স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপিকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালাই বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। হামলাকারীদের ছুঁড়া ইটের আঘাতে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি নিজেও আহত হন। এছাড়া চারজন পুলিশ সদস্য সহ অর্ধশত মিছিলকারী আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানার ওসি অরবিন্দ সরকার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মামলা দায়েরের পর ১ জনকে গ্রেফতার করে জেলাহাজতে পাঠানো হয়েছে। আর অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। রা/অ