শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৪:১৫ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষীক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আরইউজে কার্যালয়ে অনুষ্ঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের সভায় এ তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার মুস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের অপর দুই সদস্য- মোমিনুল ইসলাম বাবু ও বদরুল হাসান লিটন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩১ ডিসেম্বর রোববার সকাল ১১টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ। ১ জানুয়ারি রোজ সোমবার সকাল ১১টা থেকে বিকেল বিকেল ৫টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ। একইদিন আপত্তির নিষ্পত্তি। ২ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
৩ ও ৪ জানুয়ারি বুধবার ও বৃহস্পতিবার মনোনয়নপত্র উত্তোলন এবং জমা দান সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ৫ জানুয়ারি শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাই বিকেল ৪টায় ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বিকেল ৫টায় এবং ১৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষে গণনা ও ফলাফল ঘোষণা। রা/অ