রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫০ pm
মো. আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহীর বাগমারার বারুইহাটি বাজারের পল্লী চিকিৎসক মোস্তিাফিজুর রহমানকে সর্বহারা ক্যাডাররা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে বলে রোববার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, যোগীপাড়া ইউনিয়নের বারুইহাটি পশ্চিপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোস্তিাফিজুর রহমানকে সকাল সাড়ে ৯ টার দিকে বারুইহাটি বাজারে সর্বহারা ক্যাডার ইসমাইল হোসেন সাই ও হাতেম প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এই ঘটনার পর থেকেই তিনি চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। ইসমাইল হোসেন সাই র্যাবের হাতে আটক হয়ে দীর্ঘদিন ধরে জেলহাজতে ছিল। সম্প্রতি জামিনে বেরিয়ে আসার পর থেকেই সে আবারো বেপরোয়া হয়ে উঠেছে।
থানার ওসি অরবিন্দ সরকার বলেন, পল্লী চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া বিষয়ে যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাধ্যমে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রা/অ