শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৩১ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
নাচোল সরকারি কলেজ মিলনায়তনে ১৯ ডিসেম্বর বেলা ১১টায় বিজয় দিবসের অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি চারণ মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় স্মৃতি চারণ করেন নাচোল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তিনি বলেন, বিজয়ের দুই দিন আগে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার, স্বাধীনতাবিরোধী ও তাদের দোসররা বাংলাদেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে।
তিনি বলেন, বিজয়ের মাসে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে বজ্র কঠিন শপথ নিতে হবে। যেকোনো মূল্যে রুখে দিতে হবে দেশবিরোধী অপতৎপরতাকারীদের, বিষ দাঁত ভেঙে দিতে হবে।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা বাঙালিদের দাবিয়ে রাখতে পারেনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিন হেম্রম। স্বাগত বক্তব্য দেন বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক শফিকুল ইসলাম । এসময় বক্তব্য রাখেন— শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লার রহমান ও সহ- সাধারণ সম্পাদক শফিকুল আলম, প্রভাষক অজিত কুমার দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় প্রধান ইংরেজি প্রভাষক আজিজুল হক এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক – শিক্ষার্থী সংবাদকর্মী এবং কলেজের অফিস স্টাফগণ।
অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়। রা/অ