শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৫২ pm

সংবাদ শিরোনাম ::
দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ
স্বতন্ত্রপ্রার্থী নায়িকা মাহির প্রতীক ট্রাক, ৯৫ শতাংশ ভোট পাবার আশা

স্বতন্ত্রপ্রার্থী নায়িকা মাহির প্রতীক ট্রাক, ৯৫ শতাংশ ভোট পাবার আশা

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক পেয়েছেন চিত্রনায়িকা শারমিন আকতার নিপা ওরফে মাহিয়া মাহি। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ তার হাতে ‘ট্রাক’ প্রতীক তুলে দেন।

রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহিয়া মাহি বলেন, পরীক্ষা দেওয়ার আগে তো সবাই মনে করে আমি পাশ করব। জনগণ যেভাবে আমাকে এখন ভালোবাসছে সেটা যদি অব্যাহত থাকে, বাসা থেকে ভোটারদের আসতে যদি বাধা প্রদান না করা হয় তবে ৯৫ শতাংশ ভোট পেয়ে আমি পাশ করব।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ রাজশাহী-১ আসনের প্রতীক ঘোষণার সময় স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে তার কোনো পছন্দের প্রতীক আছে কিনা জানতে চান। এ সময় তিনি তার পছন্দের প্রতীক হিসেবে ‘ট্রাক’ প্রতীক চান। অন্য কোনো প্রার্থী এ প্রতীক না চাওয়ায় তার হাতে শেষমেশ এই প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচনে ট্রাক প্রতীক নেওয়ার প্রশ্নে চিত্রনায়িকা মাহি বলেন, আমার বিপরীতে যারাই প্রার্থী আছেন তারাই আমার জন্য মূল প্রতিদ্বন্দ্বী। কেউই ছোট না, সবাই আমার থেকে বিজ্ঞ। তারা বছরের পর বছর, আমার বয়সেরও বেশি সময় ধরে রাজনীতি করছেন। তাদের বিপরীতে দাঁড়ানো এটা একটা দুঃসাহসের বিষয়।

তিনি আরও বলেন, আমার এলাকার মানুষজন যে শাসনের মধ্যে আছেন, কাকপক্ষীও নেতাদের ভয় পায়। যদি নির্বাচিত হই আমি তাদের সঙ্গে বসে ভাত খাব। আমি সেবক হতে চাই, তাদের শাসন করতে চাই না। আমার শক্তি হচ্ছে, আপনারা (সাংবাদিক) আমার পাশে আছেন। আমি তো কোমল হৃদয়ের মানুষ, শিল্পী মানুষ।

চিত্রনায়িকা থেকে রাজনীতিতে আসা প্রসঙ্গে মাহি বলেন, আমি কাউকে ক্ষতি করার মন-মানসিকতা রাখব না। যদি অন্য কেউ রাখে সেটা বা আমার কর্মী যারা আমার হয়ে কাজ করছেন তাদের যদি বিন্দুমাত্র হুমকি-ধমকি দেওয়া হয়, যারা আমার পথসভায় বা সভায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে সাংবাদিক ভাইয়েরাই সেগুলো তুলে ধরবেন, সেটি দেশবাসী দেখবেন। আমার বিশ্বাস, প্রতিবারের মতো এবারের নির্বাচনও ফেয়ার হবে। প্রশাসনও অনেক তৎপর, তারা সার্বক্ষণিক মাঠে আছে। আমি যখনই বলছি ওখানে আমার একটু সমস্যা হচ্ছে, তারা ছুটে আসছেন।

শেষপর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, নির্বাচনি পরিবেশ এখন সুষ্ঠু ও সুন্দর রয়েছে। তবে আগামী দিনে যত বাধা-বিপত্তিই আসুক নির্বাচনের মাঠে শেষপর্যন্ত লড়াই করে যাব। এলাকার মেয়ে হিসেবে সবার অকুণ্ঠ সমর্থন পাব বলে আশা করি। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.