শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:০৪ am
মোবারক হোসেন শিশির, দূর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে প্রায় ১৫ বিঘা জমির পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ কৃষকের প্রায় দুই কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এসময় আগুন নেভাতে গিয়ে মো. ইব্রাহিম নামের এক কৃষক দগ্ধ হয়েছেন।
শুক্রবার (২ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার গোপালপুর নামুপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. বাবুকে জাগো নিউজকে বলেন, ‘জুম্মার নামাজ পড়ে বাসায় খেতে বসেছিলাম। খাবার শেষ হতে না হতেই পাশের এলাকার আমজাদ হোসেন এসে জানায় আমাদের পানের বরজে আগুন লেগেছে। পরে দৌড়ে ঘটনাস্থলে যাই। এছাড়া দুর্গাপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তবে ততক্ষণে পানবরজ পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতি হয় প্রায় কোটির টাকার মতো।’
তিনি আরও বলেন, ‘প্রায় ১৫ বিঘার জমিতে ৯ জন কৃষক মিলে আবাদ করতেন। আগুন লাগায় আমাদের বিশাল ক্ষতি হয়ে গেল।’
দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশরাফুল রহমান বলেন, ‘দুপুর ২টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
তিনি বলেন, ‘কৃষকরা সঠিক ক্ষতির পরিমাণ বলতে পারেননি। তবে স্থানীয়রা বলছেন, পান ও পানের বরজসহ প্রায় দুই কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনলে আরও প্রায় ২০ বিঘা জমির পানের বরজের ক্ষতি হতো।’
কীভাবে পানবরজে আগুন লেগেছে তা কেউই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত সিগারেট বা বিড়ি জাতীয় আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আশরাফুল ইসলাম।
নওপাড়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, ‘আগুন লাগার প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমিই ফায়ার সার্ভিসকে ফোন করে আসতে বলি। তাদের অনেক টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে সন্ধ্যার দিকে সকল মেম্বারদের নিয়ে বসে ইউএনও’র কাছে ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়ে আবেদন জানানো হবে।’
দূর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহসিন মৃধা বলছেন, ‘আগুন লাগার বিষয়টি শুনেছি। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতা দেয়ার সুযোগ আছে। আমি জেলা প্রশাসককে বিষয়টি জানাবো। এছাড়াও ইউএনও হিসেবে যে যে পদক্ষেপ নেয়ায় আছে তা নিব।’ আজকের তানোর