রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ১২:০০ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে বিজয় দিবসের অনুষ্ঠান দেখতে এসে সিদীপ নামের এক এনজিওর কমিউনিটি মেডিকেল অফিসারের মটরসাইকেল চুরি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ১৬ ডিসেম্বর শনিবার সকাল ১০টার মধ্যে শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে মটরসাইকেলটি চুরির ঘটনাটি ঘটে।
পরে অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধ্যান পাননি মটরসাইকেল মালিক জাহিদ হাসান। গত বছরেও বিজয় দিবসের অনুষ্ঠান থেকেও তানোর মডেল পাইলট স্কুলের এক শিক্ষকের মটরসাইকেল চুরি হয়। বিজয় দিবসে মটরসাইকেল চুরির ঘটনা ছড়িয়ে পড়লে জনসাধারণের মাঝে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। সেই সাথে এভাবে মটরসাইকেল চুরির ঘটনায় উদ্বিগ্ন হন স্থানীয়রা।
মটরসাইকেলের মালিক জাহিদ হাসান বলেন, শনিবার সকাল ১০টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠান দেখার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যান। স্টেডিয়ামে প্রবেশের জায়গা বা বিদ্যুতের পোলের কাছে তার মটরসাইকেলটি রেখে ভিতরে যান। পরে কিছুক্ষণ পরে এসে দেখেন তার মটরসাইকেল নেই। মাত্র ৫ মিনিটের ব্যবধানে মটরসাইকেলটি চুরি হয়ে গেছে। চুরির পর প্রায় দুপুর ১টা পর্যন্ত খোঁজাখুজি করেও কোন সন্ধ্যান পাওয়া যায়নি।
জাহিদ হাসানের বাড়ি নিলফামারী জেলার পঞ্চপুকুরগ্রামে। তিনি ওই গ্রামের আসাদুজ্জামান সরকারের পুত্র। জাহিদ হাসান সিদীপ নামের বে-সরকারী এনজিওর তানোর শাখার কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ব্যবহৃত হিরো গ্লামার লাল কালারের মটরসাইকেলটির নম্বর নিলফামারী-হ-১১-৮৯৬০। তিনি আরো বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে থানায় জিডি বা অভিযোগ করা হবে।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, মটরসাইকেল চুরির ঘটনায় এখনো কেউ কোন জিডি বা অভিযোগ করেন নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি। রা/অ