বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ১০:২৬ pm

সংবাদ শিরোনাম ::
রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই
চেষ্টা ও চাওয়াতে সাফল্যের দরজা উম্মুক্ত হয় : রাজু আহমেদ

চেষ্টা ও চাওয়াতে সাফল্যের দরজা উম্মুক্ত হয় : রাজু আহমেদ

আপনি যা কিছু পেয়েছেন, আপনার অবস্থান, সম্মান, পরিবার, চাকুরি-এর সবকিছু নিজ যোগ্যতায়? আপনার চেয়েও যোগ্য অনেকেই ঠিকানাবিহীন, অপমানিত, পরিবারহীন, বেকার-তাদের অযোগ্যতা কোথায়? বরং মানুন, রব আপনার প্রতি রহমত করেছেন, আপনাকে নেয়ামত দিয়েছেন বলেই আপনি পেয়েছন।

আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কী আপনার চেয়ে বেশি মেধাবী ছিল না? আপনি চাকুরি পেয়ে গেলেন অথচ তারা রিজিকের তালাশে এখনো রাতগুলোতে দুশ্চিন্তায় কাটায়! এখানেও আপনি যোগ্যতার কথা বলে মালিকের নেয়ামতকে অস্বীকার করবেন? কত তুখোড় মেধাবী এসএসসির আগেই ঝরে গেছে অথচ খুড়িয়ে খুড়িয়ে চলা আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কেউ-এই বারাকাতকে যোগ্যতার নিক্তিতে তুলে সত্য অস্বীকার করা ঠিক নয়। সত্য অস্বীকার করলে সুযোগ সংকোচিত হয়।

যারা তার বাবা-মায়ের আদর-স্নেহ পাওয়ার আগেই অভিভাবক শূন্য হয়েছেন, যারা ছায়াহীন রোদে বেড়ে উঠেছেন তাদের সাথে তুলনা করে রহমানের রহমতকে অস্বীকার করা উচিত নয়। তিনি চালচুলোহীন পরিবারে, বাবা-মায়ের বিচ্ছেদ হওয়া পরিবারে, সীমাহীন অভাবের সংসারেও আপনাকে প্রেরণ করতে পারতেন। কাজেই বাহাদুরি করে খোদায়ী অনুগ্রহকে ছোট করা ঠিক নয়। আপনার অকৃতজ্ঞতা আপনাকে ছোট করে। অস্বীকার করলে আগামীর অনুগ্রহের সংকোচন হয়। কৃতজ্ঞতা আদায় করুন, বিনীত হোন।

মেধা, যোগ্যতা এবং পরিশ্রমে অনেক কিছুই পাওয়া যায় না, যদি তিনি না দেন। ব্যর্থ হয়েছে এমন অনেকের চেয়েই আপনি বেশি মেধাবী নন, স্বপ্ন স্পর্শ করতে পারেননি এমন অনেকের চেয়েই আপনি বেশি জানেন না, গন্তব্য পৌঁছাতে পারেননি এমন অনেকের চেয়েই আপনি বেশি পরিশ্রম করেননি!

কাজেই কেবল মেধা, যোগ্যতা এবং পরিশ্রমেই আপনাকে সফল মানুষ বানায় না; এর অধিক কিছু লাগে। সেটা হচ্ছে ঐশ্বরিক অনুগ্রহ। নির্ধারিত অদৃষ্ট। যা আপনার সেটা অল্পতেই আপনার হবে আর যেটা আপনার না মেটা আপনার হবে না-এটাকে সংক্ষেপে ঈমান বলে! ভালো এবং মন্দ প্রভূর থেকে আসে। আমরা স্বপ্নের জন্য চেষ্টা করতে পারি মাত্র!

কেউ না ঠকালে, কাউকে না ঠেকালে, কারো দীর্ঘশ্বাসের কারণ না হলে, কারো অধিকার হরণ না করলে, বাবা-মায়ের মন খারাপের কারন না হলে এবং খোদার ক্রোধের আয়োজন না করলে রব আপনাকে দু-হাত ভরে দেবেন। তিনি আপনাকে সাধ্যাতীত এবং সাধ্যাতিরিক্ত কিছু দেন না। আপনার অলসতা এবং আপনার লোভ আপনাকে পরাজিত করতে পারে। নচেৎ আপনার খুশি হওয়ার, আপনার সুখী করার জন্য যা যা দরকার তার সবকিছু আপনার জন্য বরাদ্দ আছে। আপনার চেষ্টা এবং চাওয়াতে সাফল্যের একটা একটা দরজা অবারিত হবে এবং আপনি ভোগ করবেন অশেষ বারাকাহ। কলাম লেখক, [email protected]

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.