শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৩:১২ am

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
কলকাতায় ন্যাড়া হয়ে চাকুরী প্রার্থীদের বিক্ষোভ

কলকাতায় ন্যাড়া হয়ে চাকুরী প্রার্থীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক :
গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণার হাজার দিন পূর্ণ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সাড়ে ১১টায় এসএলএসটি ২০১৬ নবম ও দ্বাদশ এর যোগ্য চাকুরী প্রার্থীরা ন্যাড়া হয়ে, খালি গায়ে অভিনব বিক্ষোভ দেখালেন।

এটা মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা ও শিক্ষা মন্ত্রীর লজ্জা। এই বিক্ষোভকে কেন্দ্র করে সারা গান্ধী মূর্তি উত্তাল হয়ে ওঠে। তারা বলেন, বারবার প্রতিশ্রুতির নামে প্রতারণা করা হয়েছে, এতদিন হয়ে গেল একবারও মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর দেখতে আসার সময় হয় না।তারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কোন সহযোগীতা করেননি। তাই আজ এই অভিনব বিক্ষোভের মধ্য দিয়ে ধিক্কার জানালেন এবং খোভ প্রকাশ করলেন।

বললেন একটা মহিলা হয়ে আরেকটি মহিলা ন্যাড়া হয়ে চুল ফেলে বিক্ষোভ দেখাচ্ছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া দরকার ও শিক্ষামন্ত্রী লজ্জা হওয়া দরকার। চুল ফেলে ন্যাড়া হন বাসুদেব মন্ডল ,পলাশ মন্ডল এবং রাসমণি মৈত্র একটি মহিলা,এরপর ধর্ণারত সকলে জামা খুলে খুব বিক্ষোভ দেখাতে থাকেন।

ধর্ণা মঞ্চের বিক্ষোভ সমাবেশে সমস্ত দল একত্রিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ক্ষোভ আজরে দেন। সি পি আই এম, কংগ্রেস, বিজেপি, আর এস পি, এস ইউ সি আই, ফরওয়াড ব্লক থেকে শুরু করে সমস্ত দল একত্রিত হয়ে এই বিক্ষোভে সামিল হন এবং চাকুরি প্রার্থীদের পাশে দাঁড়ান, এমনকি যুব ছাত্ররাও সমর্থন জানান ও পাশে দাঁড়ান।

সারা গান্ধী মূর্তির পাদদেশে প্রশাসনের লোকজন হিমশিম খেতে থাকেন, নেতা মন্ত্রীরা আশায়। এর মুখে একটা কথাই শোনা যায়, এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা শিক্ষামন্ত্রী লজ্জা, যোগ্য প্রার্থীদের চাকরি না দিয়ে, টাকার বিনিময়ে নুপুরে সমস্ত কিছু বিক্রি করা হয়েছে। যোগ্য প্রার্থীদের বঞ্চনা করা হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজের মুখে চাকরী খালি আছে বলে আজও দিতে পারেননি, শিক্ষা মন্ত্রীও অনর,, আমরা এদের পাশে আছি, যতদিন না পর্যন্ত এরা ন্যায্য চাকরি পাবেন। এতগুলো বছর তাদের জল ঝড় বৃষ্টিতে ধর্ণা দিতে হচ্ছে। বাড়ি ঘড় দূয়ার ছেলে রাস্তায় বসে থাকতে হচ্ছে।

ঝরনা মঞ্চে উপস্থিত ছিলেন-সিপিআইএমের বিমান বসু, হিরন মুখার্জি, অভিনেতা রুদ্রনীল ঘোষ, বিজেপি যুব মোর্চার ইন্দ্রনীল খাঁ এবং কংগ্রেসের নেতা নেতৃবৃন্দ ও আইনজীবীরা। পরে উপস্থিত হন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ, আসার সাথে সাথেই তাল হয়ে পড়ে এবং চোর চোর বলে বিক্ষোভ দেখাতে থাকেন, একটুক্ষণ ধরে কুনাল ঘোষ কে ঘেরাটককার মধ্যে ঘেরে রাখেন এবং তিনি ধন্য মঞ্চের চাকুরি প্রার্থীদের সাথে নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে ফোনে কথা বলেন, আগামী সোমবার শিক্ষামন্ত্রী এই নিয়ে আলোচনায় বসবেন। চাকরি প্রার্থীরা এতোটুকু টলেননি। তারা আজকের এই বিক্ষোভ একি ভাবে চালান।

অন্য পার্টির নেতা নেতৃবৃন্দরা বলেন, হাজার দিন হয়ে গেল ,তখনও একবার কেউ দেখা করতে আসেনি, হঠাৎ কুনাল ঘোষ আজকে কেন হাজির হলেন, এই নিয়ে অনেকের মনে সংশয় দেখা দেয়। যতখন উপস্থিত ছিলেন চোর চোর বলে বিক্ষোভ দেখাতে থাকেন, এরপর প্রশাসনের হস্তক্ষেপে এবং পুলিশের সহযোগিতায় কুনাল ঘোষকে ওখান থেকে নিয়ে যান।।

বিজেপি নেতা নেতৃবৃন্দরা বলেন, ছাড়া পাবে না, একে একে মন্ত্রীরা ধরা পড়ছে, বাকীদেরও রেহায় নাই। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.