মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০২:১০ am

সংবাদ শিরোনাম ::
বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত বাগমারার সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল ঢাকায় গ্রেপ্তার নগরীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা ধোবাউড়া সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪ মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন আজ বাগমারায় বাবা দ্বিতীয় বিয়ে করায় ছেলের আত্নহত্যা শিক্ষার্থীদের আন্দোলনে যোগদান করতে পারেননি রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : অধ্যাপক মজিবুর মোহনপুরে দুর্বৃত্তদের আগুনে মুদির দোকান পুড়ে ছাঁই এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় : সারজিস মোহনপুরে শিক্ষককে লাঞ্ছিত করে স্কুলের সিসি ক্যামেরাসহ জিনিসপত্র ভাংচুর বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন : লেখক, দুধরচকী চেয়ারম্যান-ইউএনও-প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দূর্নীতির অভিযোগ রামেক হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা রাবির ছাত্রলীগ নেতা পঙ্গু মাসুদ হত্যা ঘটনায় থানায় মামলা
রাজশাহীতে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের খেলোয়ারদের সংবর্ধনা

রাজশাহীতে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের খেলোয়ারদের সংবর্ধনা

আশরাফুল ইসলাম রনজু, বিশেষ প্রতিবেদক :
রাজশাহীতে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়ে যাওয়া শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি রাগবি লীগ-২০২৩ ও তৃতীয় বারের মতো বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার রাত ৯ টার দিকে মহানগরীর লবঙ্গ চাইনিজ এ্যান্ড ফাস্টফুড রেস্তোরায় এই সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহীদ শামসুল আলম স্মৃতি সংসদের কর্ণধর রাজশাহী মহানগরী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আজিজুল আলম বেন্টু।

শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ খান টিটুর সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন, রাগবি লীগ শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের কোচ ও জাতীয় রাগবির (অনুধ্র্ব ১৪) কোচ আশিক ইসলাম, সহকারি কোচ হাসিবুর রহমান শাওন ও সমন্বয়ক আবু বকর হায়দার রিপন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে খেলোয়ারদের ফুল দিয়ে বরণ করা ও প্রত্যেক খেলোয়রকে মেডেল প্রধান করা হয়।

শাহীদ শামসুল আলম স্মৃতি সংসদের কর্ণধর রাজশাহী মহানগরী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আজিজুল আলম বেন্টু বলেন, শাহীদ শামসুল আলম স্মৃতি সংসদের খেলোয়াররা যা খেলেছে তা অনেক ভালো খেলেছে। আগামীতে আরো ভালো খেলে আমরা ভালো খেলোয়ার বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতত্ব রাখার প্রত্যাশা করেন। এছাড়ও রাজশাহীতে ভালো ক্রীড়াঙ্গন উপহার দেওয়া ও রাজশাহীতে ভালো জায়গায় নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।

শহীদ শামসুল স্মৃতি সংদের যাদের সংবর্ধনা প্রধান করা হলো :-
রাগবি লীগ খেলোড়ার :
১. পরশ (অধিনায়ক) . সাকিব (সহ-অধিনায়ক) . জোবায়ের . জয় . সিয়াম-১ ৬.সিয়াম-২ ৭. সাইদ ৮. রিফাত
৯. আশিক ১০. রুমেল ১১. হাসিব ১২. আতিক ১৩. ইমন ১৪. সোহাগ ১৫. সোনারুল ১৬. রিয়াদ ১৭. রিপনি ১৮. ইমা
১৯. মাহবুল।

বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টিম: ১. ফরহাদ হোসেন (অধিনায়ক) ২. সাব্বির (সহ-অধিনায়ক) ৩. নাইম জুনিয়র ৪. শফিক ৫. হাবিব ৬. হৃদয় ৭. তুহিন ৮.সিহাব ৯. শাওন ১০. সানি ১১. মিরাজ ১২. মিথুন ১৩. তানভীর ১৪. সুজন ১৫. নাহিদ রানা ১৬. রাহিম ১৭. জয় ১৮. মেহেদী মারুফ ১৯. আরিফ। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.