রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৩৭ pm
মামুনুর রশিদ মামুন :
আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কিরুপে? এ প্রতিপাদ্য সামনে রেখে-সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য পাঁচ নারী জয়িতা হিসাবে বেগম রোকেয়া সন্মাননা-২০২৩ প্রদান করা হয়েছে।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৩ তম জন্ম ও ৯১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর/২০২৩) তানোর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ৫ জয়িতাকে সন্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর আয়োজনে বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন এবং বেগম রোকেয়া সন্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে সংশ্লিষ্টরা।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, তানোর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সর্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওহাব শেখ ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।
এসময় ৫ জয়িতাকে সন্মাননা ক্রেস্ট ও সনদ ছাড়াও একটি করে শাড়ি প্রদানসহ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। রা/অ