শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫৮ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
‘উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ নাচোল উপজেলা মিনি হলরুমে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত হয়েছে।
জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনের প্রধান সড়কে আয়োজিত মানব বন্ধনে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী অফিসারের সন্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আওয়াল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সবুজ হাসান, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মশিউর রহমান।
অন্যান্য অথিতির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, নাচোল সরকারি কলেজের প্রভাষক আজিজুল হক, নাচোল মহিলা কলেজের প্রভাষক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শহিদুল ইসলাম। রা/অ