রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৩৪ pm
নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন খোরশেদ আলম বিয়ে অস্বীকার করে স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানী করছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার জাতীয় সাংবাদিক সংস্থার স্থানীয় আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন তার স্ত্রী শাপলা খাতুন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাপলা খাতুনের বাবা তায়েজ উদ্দিন, মা রওশুনারা বিবি, ভাই তরিকুল ইসলাম ও চাচা শদর উদ্দিন প্রামানিক।
সংবাদ সম্মেলনে শাপলা খাতুন লিখিত বক্তব্যে দাবি করেন, গোবিন্দপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও গোবিন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন (এমএলএসএস) খোরশেদ আলমের সঙ্গে প্রায় দেড় বছর পূর্বে ১ লাখ ৭৫ হাজার টাকা দেনমোহর ধার্য করে রেজিস্ট্রি ও কাবিলনামা মূলে তার বিয়ে হয়। বিয়ের পর শাপলার বাবা জামাইকে ব্যবসা করার জন্য ২ লাখ ৪০ হাজার টাকা ধার দেন। এরপরও খোরশেদ স্ত্রীর কাছে আরো ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন।
কিন্তু গরীব বাবার কাছে থেকে শাপলা ৩ লাখ টাকা যৌতুক এনে দিতে রাজি না হওয়ায় যৌতুক লোভী স্বামী তাকে এক কাপড়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনায় শাপলা খাতুন বাদী হয়ে খোরশেদ আলমের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে একটি মামলা করেন। অপরদিকে শাপলা খাতুনের সঙ্গে বিয়ে অস্বীকার করে এবং রেজিস্ট্রি ও কাবিলনামা ভূয়া বলে দাবি করে প্রতারক খোরশেদ আলমও স্ত্রী শাপলা খাতুনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানী করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। রা/অ