রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২১ am

সংবাদ শিরোনাম ::
দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার নাচোলে কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের দাবি স্বজনদের রাজধানীতে কঠোর অভিযানের পরও বেপরোয়া অপরাধীরা মেঘনা নদীর পারে মানুষ বিক্রিতে ওরা কোটিপতি নির্বাচিত সংসদ ছাড়া করা যায় না সংবিধান পরিবর্তন : গয়েশ্বর সকল ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই : সেনাপ্রধান কৃষক-বিজ্ঞানী সম্মেলনে মালয়েশিয়ায় স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে : আসিফ নজরুল দুর্গাপুরে ‘অরবিট কোচিং’ সেন্টারে এসএসসি প্রস্তুতি ক্লাসের উদ্বোধন কীর্তিমান আব্দুর রাজ্জাকের বীরত্ব আজও মনে পড়ে মুক্তিযোদ্ধাদের জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার রাজধানীতে বিএনপির র‌্যালি ঘিরে কঠোর নিরাপত্তা দুর্গাপুরে নাশকতার মামলায় ছাত্রলীগের সভাপতি শাকিলসহ গ্রেপ্তার ৩
কী হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলটির অভ্যন্তরে?

কী হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলটির অভ্যন্তরে?

ক্রীড়া ডেস্ক : নেপিয়ারের ম্যকলিন পার্কে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে আমরা খুব লাফালাফি করেছি। ভাবটা ছিল এমন যে- ম্যাচ রেফারি জেফ ক্রো ডার্কওয়ার্থ অ্যান্ড লুইস পদ্ধতির ভুলভাল হিসাব-নিকাশ করেছিলেন। তিন-তিনবার লক্ষ্য নির্ধারণ করেছিলেন। এমন করলে কী আর মনযোগ দিয়ে খেলা যায়? না হলে তো আমরা জিতেই যেতাম!

সেদিন ভুল হিসেবে প্রথমে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ১৬ ওভারে ১৪৮ রান। ধরে নিলাম, সেটাই ঠিক ছিল। তাতেও কী জিততে পারতাম? বাংলাদেশ তো থেমে গেছে তারও আগে, ১৪২ রানের মাথায়। সে হিসেবে তো ৫ রানে পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশকে! যদিও পরিবর্তিত লক্ষ্য নিধারণের পর বাংলাদেশের হারের ব্যবধান ছিল ২৮ রানে।

অকল্যান্ডের ইডেন পার্কে আজ (বৃহস্পতিবার) মাঠে নামার আগের দিন সৌম্য সরকার মিডিয়ার সামনে এসে অনেক বড় বুলি আউড়ে গেলেন। নেপিয়ারে ২৭ বলে ৫১ রান করার কারণে আত্মবিশ্বাসে যেন টগবগ করে ফুটছিলেন তিনি। বলে দিলেন, নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই হারানো সম্ভব। তবে…।

তবে কী? দলের সবাইকে একসঙ্গে জ্বলে উঠতে হবে। এ কথাটা তো নির্বোধও জানে। দলের সবাই একসঙ্গে কখনো জ্বলে উঠে না। উঠলে তখন কোনো পরাশক্তিই সামনে দাঁড়াতে পারতো না। দলের সবাই না হোক অর্ধেকও সঠিকভাবে দায়িত্ব পালন করলে সেটা প্রতিপক্ষের জন্য বিশাল চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে যায়।

নিউজিল্যান্ড সফরে এমনিতেই সফরকারী প্রতিটি দল খাবি খায়। সেখানে বাংলাদেশ কিউইদের মাটি থেকে সাফল্যের সোনালি রেনু ছড়িয়ে দেবে- এমন ভাবাটা উচ্চ বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। ওয়ানডে সিরিজের আগে অধিনায়ক তামিম, কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘এবারই সুযোগ নিউজিল্যান্ডকে হারানোর।’ টি-টোয়েন্টি সিরিজের আগে অধিনায়ক মাহমুদউল্লাহ কিংবা শেষ ম্যাচের আগে সৌম্য সরকার বলেছেন প্রায় একই কথা।

কিন্তু গালভরা বুলি আর মাঠের খেলা এক কথা নয়। কোন কন্ডিশনে কিভাবে দল চালাতে হবে, ফিল্ডিং সাজাতে হবে, বোলার ব্যবহার করতে হবে এবং সর্বোপরি ব্যাটিং করতে হয়, তা জানতে হবে আগে। বাংলাদেশের ক্রিকেটারদের কে এ সম্পর্কে ভালো বলতে পারবে? নিউজিল্যান্ডে বাউন্সি কন্ডিশন, বল হঠাৎ লাফিয়ে ওঠে, বুক সমান গতিতে ছুটে আসে- বাংলাদেশের ব্যাটসম্যানরা এগুলো কিভাবে সামলাবে, এসব জানে তারা? তাদেরকে কে শেখাবে? সূত্র : জাগোনিউজ। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.