বুধবা, ১৩ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫০ am

সংবাদ শিরোনাম ::
ওপারের কলকাতায় তারকাদের ‘মধ্যমণি’ শাকিব জুলুমের বিরুদ্ধে ন্যায়বিচার! লেখক, রাজু আহমেদ ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল প্রাইভেটকার চাপায় চীনে ৩৫ জন পথচারী নিহত নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৫ বাগমারায় দরিদ্র নারীদের সঞ্চয়ের টাকা উদ্ধার করলেন ইউএনও নগরীতে আরডিএ’র বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার মামলা মেডিক্যাল কলেজে পরীক্ষা দিতে এসে কারাগারে ছাত্রলীগ কর্মী তিন উপদেষ্টার অপসারণ দাবিতে ব্যানার নিয়ে রাস্তায় মহিলা নেত্রী মৌগাছি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন সরকার ১০-১২ বছর ক্ষমতায় থাকতে চাইছে? ইউনূসকে বিএনপির টার্গেট বঙ্গভবন থেকে মুজিবের ছবি সরানো ঠিক হয়নি : রিজভী আফগানিস্তানের কাছে বাংলাদেশের সিরিজ হার, ছক্কায় জয় দুর্গাপুরে ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদকসহ দুইজন আটক রাজশাহী কলেজে ছাত্রলীগ ‘ভয়ংকর রূপে’ ফেরার বার্তা, তদন্ত কমিটি তানোরে শিক্ষকদের একত্রকরণে কার্যকর কমিটি গঠন ও মতবিনিময় নগরীতে বিস্ফোরক মামলার ১৪ আসামি গ্রেপ্তার তানোরে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি-বারিন্দ প্রকল্পের আয়োজনে কর্মশালা রাজশাহীতে কৃষকবান্ধব সেচ নীতিমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন বাগমারায় আ.লীগ নেতার বিল দখল, জলাবদ্ধতায় জমিতে চাষাবাদ অনিশ্চিত
কী হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলটির অভ্যন্তরে?

কী হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলটির অভ্যন্তরে?

ক্রীড়া ডেস্ক : নেপিয়ারের ম্যকলিন পার্কে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে আমরা খুব লাফালাফি করেছি। ভাবটা ছিল এমন যে- ম্যাচ রেফারি জেফ ক্রো ডার্কওয়ার্থ অ্যান্ড লুইস পদ্ধতির ভুলভাল হিসাব-নিকাশ করেছিলেন। তিন-তিনবার লক্ষ্য নির্ধারণ করেছিলেন। এমন করলে কী আর মনযোগ দিয়ে খেলা যায়? না হলে তো আমরা জিতেই যেতাম!

সেদিন ভুল হিসেবে প্রথমে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ১৬ ওভারে ১৪৮ রান। ধরে নিলাম, সেটাই ঠিক ছিল। তাতেও কী জিততে পারতাম? বাংলাদেশ তো থেমে গেছে তারও আগে, ১৪২ রানের মাথায়। সে হিসেবে তো ৫ রানে পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশকে! যদিও পরিবর্তিত লক্ষ্য নিধারণের পর বাংলাদেশের হারের ব্যবধান ছিল ২৮ রানে।

অকল্যান্ডের ইডেন পার্কে আজ (বৃহস্পতিবার) মাঠে নামার আগের দিন সৌম্য সরকার মিডিয়ার সামনে এসে অনেক বড় বুলি আউড়ে গেলেন। নেপিয়ারে ২৭ বলে ৫১ রান করার কারণে আত্মবিশ্বাসে যেন টগবগ করে ফুটছিলেন তিনি। বলে দিলেন, নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই হারানো সম্ভব। তবে…।

তবে কী? দলের সবাইকে একসঙ্গে জ্বলে উঠতে হবে। এ কথাটা তো নির্বোধও জানে। দলের সবাই একসঙ্গে কখনো জ্বলে উঠে না। উঠলে তখন কোনো পরাশক্তিই সামনে দাঁড়াতে পারতো না। দলের সবাই না হোক অর্ধেকও সঠিকভাবে দায়িত্ব পালন করলে সেটা প্রতিপক্ষের জন্য বিশাল চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে যায়।

নিউজিল্যান্ড সফরে এমনিতেই সফরকারী প্রতিটি দল খাবি খায়। সেখানে বাংলাদেশ কিউইদের মাটি থেকে সাফল্যের সোনালি রেনু ছড়িয়ে দেবে- এমন ভাবাটা উচ্চ বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। ওয়ানডে সিরিজের আগে অধিনায়ক তামিম, কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘এবারই সুযোগ নিউজিল্যান্ডকে হারানোর।’ টি-টোয়েন্টি সিরিজের আগে অধিনায়ক মাহমুদউল্লাহ কিংবা শেষ ম্যাচের আগে সৌম্য সরকার বলেছেন প্রায় একই কথা।

কিন্তু গালভরা বুলি আর মাঠের খেলা এক কথা নয়। কোন কন্ডিশনে কিভাবে দল চালাতে হবে, ফিল্ডিং সাজাতে হবে, বোলার ব্যবহার করতে হবে এবং সর্বোপরি ব্যাটিং করতে হয়, তা জানতে হবে আগে। বাংলাদেশের ক্রিকেটারদের কে এ সম্পর্কে ভালো বলতে পারবে? নিউজিল্যান্ডে বাউন্সি কন্ডিশন, বল হঠাৎ লাফিয়ে ওঠে, বুক সমান গতিতে ছুটে আসে- বাংলাদেশের ব্যাটসম্যানরা এগুলো কিভাবে সামলাবে, এসব জানে তারা? তাদেরকে কে শেখাবে? সূত্র : জাগোনিউজ। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.