শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৫ am
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে নৌকা প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন আ.লীগের মনোনীত প্রার্থী তাহেরপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. পি.এম সফিকুল ইসলাম, জেলা আ.লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, শ্রীপুর ইউপির চেয়ারম্যান মকবুল হোসেন, গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার ও যোগীপড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমূখ।
মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা সদর ভবানীগঞ্জ আলু হাটায় উপস্থিত হাজার হাজার দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দিয়ে বাগমারায় তৃনমূল আ.লীগের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন- আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে এমপি উপহার দিবেন। আমি কথা দিচ্ছি আপনারা আমাকে এমপি নির্বাচিত করলে বাগমারায় আর কোনো প্রকার ঘুস-দূর্নীতি থাকবে না। আপনারা একবার আমাকে এমপি নির্বাচিত করলে আমার ব্যবহারের প্রতি সন্তুষ্ঠু হয়ে বারবার আমাকে এমপি নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি। রা/অ