রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:২৬ pm
বিনোদন ডেস্ক :
শুটিং সেটে অসুস্থ বোধ করার পর হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছেন মালয়েশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী কুইনজী চেং। অভিনেত্রীর মৃত্যুর খবর তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৭ বছর! জানা গেছে, ব্রেন অ্যানিউরিজমের শিকার হয়ে মারা গেছেন অভিনেত্রী।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, কুইনজী চেং শুটিংয়ে এসেছিলেন সুস্থ অবস্থাতেই। কিন্তু সময় গড়াতেই তিনি অসুস্থবোধ করেন। অসুস্থ বোধ করার পর হাসপাতালে নেওয়ার আগেই ব্রেন অ্যানিউরিজমের শিকার হয়ে মারা গেছেন অভিনেত্রী। কুইনজীর প্রাথমিক চিকিৎসার সময় সহকর্মীরা কাছেই ছিলেন। যখন তারকা জ্ঞান হারিয়ে ফেলেন, তখনও শ্বাস নিচ্ছিলেন।
তবে তার হার্ট খুব দ্রুত স্পন্দিত হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরই তার হাত-পা ও ঠোঁট বেগুনি হয়ে যায়। অ্যাম্বুলেন্স পাঁচ মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছালেও তাকে আর ফেরানো যায়নি। দেশটির শিল্পী চাই জি গায়িকার মৃত্যুর সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
তিনি চায়না প্রেসকে বলেন, সোশ্যাল মিডিয়া চ্যানেল স্কোয়াড সেকাওয়ানের শুটিংয়ের সময় মৃত্যু হয়েছে কুইনজীর। আমরা সকাল ৮টার দিকে দামনসারা পৌঁছেছিলাম এবং সকালের নাশতা করে সাড়ে ৮টার দিকে শুটিং শুরু করি। তখন তাকে সুস্থ মনে হয়েছিল।
তিনি আরও বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় পর্বের শুটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তখন কুইনজী জানান, মাথা ঘোরা এবং বমি বমি ভাব অনুভব করছেন। বমি করার পর সেটে উপস্থিত থাকা কর্মীরা একটি অ্যাম্বুলেন্স ডাকেন। তখনও সচেতন ছিলেন কুইনজী। তখন তিনি মোবাইল ফোনে পাসকোডও দিয়েছিলেন, যাতে মেডিকেল রেকর্ডের জন্য তার প্রেমিকের সঙ্গে যোগাযোগ করা যায়।
জানা গেছে, আগামী ২ ডিসেম্বর কুইনজীর জন্য একটি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া