শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১০ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুরে এইচএসসির ফলাফলে সেরা স্থান অর্জন করেছে মোহনপুর সরকারী কলেজ। এমপিওভুক্ত কলেজের সেরা তালিকায় রয়েছে কেশরহাট মহিলা কলেজ। এছাড়াও ফলাফল বিপর্যয়ে রয়েছে কেশরহাট কলেজ এবং স্যামপুরহাট ডিগ্রিকলেজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় মোহনপুর সরকারী কলেজের ৯৬.৬২ শতাংশ। এ কলেজ থেকে মোট ৪২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪২৬জন পাস করেছে। বেসরকারী কলেজের সেরা তালিকায় রয়েছে কেশরহাট মহিলা কলেজ। শতকরা পাসের হার ৯৩.৬২ শতাংশ।এ কলেজ হতে মোট ৪৭জন পরিক্ষার্থী অংশ নিয়ে ৪৪জন পাস করেছে।
অন্যদিকে ফলাফল বিপর্যয়ের তালিকায় রয়েছে কেশরহাট কলেজ। পাসের হার মাত্র ৬৮.৭৫শতাংশ। এ কলেজ হতে মোট ১৪৪জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে শুধুমাত্র ৯৯জন পাস করেছে এছাড়াও সামপুরহাট ডিগ্রি কলেজের পাসের হার ৪৮.২৫ শতাংশ। অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে এইচএসসিতে (বিএমটি) অংশগ্রহণকৃত ১১টি প্রতিষ্ঠান সন্তোজনক ফলাফল অর্জন করেছে। রা/অ