বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ১১:২৭ pm
ইমরান হোসাইন :
রাজশাহী জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী-তানোর) সার্কেল আব্দুর রাজ্জাক খাঁন। গত ( ৫ জানুয়ারী) মঙ্গলবার জেলা পুলিশ হলরুমে মাসিক কল্যাণ সভায় তাঁকে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরুস্কার প্রদান করা হয়। এছাড়াও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান আইন-শৃংখলায় বিশেষ অবদানের জন্য তাকে গত ২৫ ডিসেম্বর শেরে বাংলা স্মৃতি পদক পুরুস্কার হিসেবে প্রদান করা হয়।
অপরাধ দমন, আইন-শৃংখলার উন্নতি, দক্ষ ও সাহসিকতা, সমাজ থেকে অপরাধ নির্মূলের জন্যে সচেতনতা বৃদ্ধির পাশাপশি ওয়ারেন্ট তামিল এবং মামলা দ্রুত নিষ্পত্তি করায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) গোদাগাড়ী-তানোর সার্কেল আব্দুর রাজ্জাক খাঁনকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার)।
জানুয়ারী মাসের ভাল কাজের জন্য নিষ্ঠাবান ও পরিশ্রমী অফিসারদের উত্তম পুরুস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট সার্টিফিকেট প্রদান করা হয়।
এব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খাঁন বলেন, শ্রেষ্ঠত্ব পুরুস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। আগামীতে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা হার কমানোর জন্য উদ্বুদ্ধ¦করণ কর্মসূচি নিয়ে কাজ করবো।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, আইন-শৃংখলায় বিশেষ অবদানের জন্য তাকে শেরে বাংলা স্মৃতি পদক পুরুস্কার প্রদান করা হয়। এই সম্মান তার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। আগামীতে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা হার কমানোর জন্য উর্ধ্বতন কর্মকর্তার দিক নির্দেশনায় কাজ করবো।