রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:৩৬ pm
নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
রাজশাহীর বাগমারায় গ্রাহকের ১৫ লক্ষ ৭৯ হাজার ৮০০ টাকা অফিসে জমা না দিয়া আত্নগোপন করেছেন ‘সোনার বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ এর তাহেরপুর শাখার মাঠকর্মী মাসুদ রানা (২৮)। এই ঘটনায় শনিবার রাতে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি করেছেন প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মাজদুর রহমান।
অভিযোগ সূত্রে জানা গেছে, পুঠিয়া উপজেলার সড়গাছী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মাসুদ রানা গত ০১/১১/২০২১ ইং তারিখে ‘সোনার বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ তাহেরপুর শাখার মাঠকর্মী হিসাবে যোগদান করেন। কিন্তু গত ২২/১১/২০২৩ ইং তারিখে সে তার দায়িত্বরত এলাকায় সাপ্তাহিক ও মাসিক কিস্তি আদায় করতে গিয়ে ২৮ জন সদস্যের পাশ বইসহ সদস্যদের নিকট থেকে আদায় করা কিস্তির মোট ১৫,৭৯,৮০০ টাকা অফিসে জমা না দিয়া সে আত্নগোপন করেছে। কেউ তাকে ধরিয়ে দিতে পারলে তাকে নগদ ২০,০০০ টাকা পুরষ্কার দেওয়া হবে বলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ওই মাঠকর্মীকে গ্রেফতারের চেষ্টা চলছে। রা/অ