শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫০ am
নিজস্ব প্রতিবেদক :
‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ এই শ্লোগানে দীক্ষিত হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রাজশাহীর তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান। সম্প্রতি তাঁর ভিন্ন উদ্যোগে থানার তদন্ত ওসির কৌসুলী ভূমিকায় প্রত্যেক এসআই ও এএসআই আর কন্সটেবলগণের সহায়তায় মাসব্যাপি অভিযান চালিয়ে মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা ও সাজাপ্রাপ্ত আসামি আটক ছাড়াও চোরাই মোবাইল সেট উদ্ধারসহ বেশকিছু অভিযান সফলও হয়েছে।
অপরদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন গ্রাম এবং পাড়া মহল্লায় মাস্ক বিতরণ ও ব্যবহারে উদ্ধুদ্ধ করণের পাশপাশি জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে তানোর থানা পুলিশ। বুধবার দুপুরে একান্ত সাক্ষাতকারে এসব তথ্য তুলে ধরেন ওসি রাকিব।
ওসি জানান, ১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ও নিয়মিত মামলা ছাড়াও সাজাপ্রাপ্ত প্রায় দেড় শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চোলাইমদ ১০২ লিটার, ফেনসিডিল ১ বোতল ও হেরোইন ৪ পয়েন্ট ২৭ গ্রাম উদ্ধারের ঘটনায় একাধিক মামলা হয়েছে জড়িতদের বিরুদ্ধে।
তিনি বলেন, চুরি যাওয়া দু’টি মোবাইল সেট থানা পুলিশের একটি টহল টিম উদ্ধার করে। অপরদিকে, জনগনের তথ্যের ভিত্তিতে বিভিন্ন অপরাধীকে আটক করা হয়।
ওসি রাকিব আরও বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জনগনের সহায়তায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশি কাজে জনগনের সর্বাত্মক সহযোগিতা পেলে সমাজ থেকে মাদক নির্মূল করাও সময়ের ব্যাপার মাত্র। আজকের তানোর