রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:২৪ am
শাকিল হোসেন (নিজস্ব প্রতিবেদক) নিয়ামতপুর :
নওগাঁর নিয়ামতপুরে এক নারীসহ মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ জনকে আসামীকে আটক করেছে নিয়ামতপুর থানা পুলিশ। ২২ নভেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলামের নেতৃত্বে এসআই জাহিদুল ইসলাম, এসআই অরুপ কুমার সাহা, এসআই সেলিম উদ্দিন, এএসআই আকবুল হোসেন, সাফিউল ইসলাম ও এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা চকসদাসিব গ্রামের মৃত গনেশ কর্মকারের কন্যা ও দিলিপ কর্মকারের স্ত্রী ভাদরী রানী (৩৬) কে ২০ লিটার চোলাইমদসহ নিজ বাড়ী থেকে আটক করে।
এছাড়াও উপজেলার ভাবিচা ইউনিয়নের উজিরপুরের (সিংড়া) গ্রামের আজিজার রহমান ভুট্টুর ছেলে হাসিবুল ইসলাম (২৪) কে ১৫ পিচ ট্যাপেনটেডল ট্যাবলেটসহ ছাতড়া-গাবতলী রোডের মুক্তির মোড় থেকে আর ভাবিচা ইউনিয়নের আশনদী পশ্চিমপাড়া গ্রামের আইন উদ্দিনের ছেলে তারেকুল ইসলাম (২৬) কে পতকৈল-বেলীর মোড় রাস্তার জুগিবাড়ী গ্রামের ব্রীজের উপর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরো ২৩ নভেম্বর সকালে ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা সদরের বৈরাগী পট্টির মৃত নিপেন্দ্রনাথ মহন্তের ছেলে নিত্য গোপাল মহন্ত নিতাইকে নিয়ামতপুর বাজার থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।
এবিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম বলেন, আমাদের ফোর্স মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ মাদক কারবারী ও ১ ওয়ারেন্ট আসামিকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। রা/অ