মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০১:০২ am

সংবাদ শিরোনাম ::
বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত বাগমারার সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল ঢাকায় গ্রেপ্তার নগরীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা ধোবাউড়া সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪ মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন আজ বাগমারায় বাবা দ্বিতীয় বিয়ে করায় ছেলের আত্নহত্যা শিক্ষার্থীদের আন্দোলনে যোগদান করতে পারেননি রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : অধ্যাপক মজিবুর মোহনপুরে দুর্বৃত্তদের আগুনে মুদির দোকান পুড়ে ছাঁই এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় : সারজিস মোহনপুরে শিক্ষককে লাঞ্ছিত করে স্কুলের সিসি ক্যামেরাসহ জিনিসপত্র ভাংচুর বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন : লেখক, দুধরচকী চেয়ারম্যান-ইউএনও-প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দূর্নীতির অভিযোগ রামেক হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা রাবির ছাত্রলীগ নেতা পঙ্গু মাসুদ হত্যা ঘটনায় থানায় মামলা
আমরা নির্বাচনের সময় হরতাল অবরোধ মানি না কেউ : খাদ্যমন্ত্রী

আমরা নির্বাচনের সময় হরতাল অবরোধ মানি না কেউ : খাদ্যমন্ত্রী

শাকিল হোসেন, নিয়ামতপুর :
খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আমরা হরতাল অবরোধ মানি না, কেউ লাঠি নিয়ে মাঠে নেমে আগুন সন্ত্রাস করলে আমরা তার সমুচিন জবাব দিবো। আর আমরা তা প্রতিহত করবো।

হরতাল অবরোধে সাধারণ মানুষের জান মালের ক্ষতি হোক, আমরা তা বরদাস্ত করবো না। দেশের মানুষও এখন হরতাল অবরোধ চাই না। আমাদের দুই দিকেই নজর রাখতে হবে। একদিকে শান্তি, অপরদিকে নির্বাচন। দেশে কেউ অশান্তি করতে চাইলে, কোনক্রমেই থেমে থাকা যাবে না, এক হুইসেলেই এক হয়ে মাঠে নেমে প্রতিহত করতে হবে।

১৭ নভেম্বর শুক্রবার বেলা ১১টায় নিয়ামতপুর কমিউনিটি সেন্টার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন কেনার পূর্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পদকদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিলে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আজকে সত্যিই একটা দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী ঘরহীনদের জন্য ঘরের ব্যবস্থা করেছেন। বিধবাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। বৃদ্ধদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। আর অনাহারীর জন্য খাবারের ব্যবস্থা করছেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য বছরের শুরুতে বইয়ের ব্যবস্থা করেছেন। বাংলাদেশ একটি শান্তির দেশ, এই দেশ পরিচালনা করেন শেখ হাসিনা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.