রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৫৩ pm
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে দুটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড গুলি, ২০০ গ্রাম হেরোইনসহ ৫ মামলার আসামীকে করেছে র্যাব-৫। শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে নগরীর চরশ্যামপুর মিজানের মোড় থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম নয়ন আলী (৪২)। চরশ্যামপুর এলাকার জালালের ছেলে।
র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চরশ্যামপুর এলাকায় শীর্ষ মাদক কারবারি নয়ন আলী বাসায় হেরোইন বিক্রয় করছিল। র্যাবের একটি টিম তার বাসার চতুর্দিক ঘেরাও করলে উপস্থিত বুঝতে দৌড়ে পালানোর চেষ্টা করে। তার বাড়ি তল্লাশি করে শয়ন কক্ষের খাটের তোষকের নিচ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বাড়ির ছাদ থেকে ২টি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, নয়ন আলী রাজশাহীর শীর্ষ একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে এর আগে ৫টি মামলা হয়েছিল বিভিন্ন থানায়। সে নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে ও আধিপত্য বিস্তারের জন্য অস্ত্রগুলো তার কাছে রেখেছিল। নয়নের বিরুদ্ধে রাজশাহী কাটাখালী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে। রা/অ