শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৩ am
নিজস্ব প্রতিবেদক, নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সম্পত্তির লোভে বৃদ্ধাকে মিথ্যা অভিযোগে হত্যার চেস্টা করেছে তার সৎ ছেলে ও বউরা। এতে দু’দিন ধরে হাসপাতলে কাতরাচ্ছেন বৃদ্ধ হালিমা বেগম (৫০)। ঘটনাটি ঘটেছে উপজেলা ফতেপুর ইউপির খড়িবোনা গ্রামে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত ভিখু মন্ডল তার মৃত্যুর পূর্বেই দ্বিতীয় স্ত্রী হালিমা বেগম সরকারি খাসপুকুর পাড়ে ইটের ঘর নির্মান করে বসবাস করে আসছিলেন। পিতার মৃত্যুর পর ছেলেরা বৃদ্ধ সৎ মাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য নানা ফন্দি আঁটে। বৃদ্ধ হালিমা বেগম অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে ছিলেন।
পূর্ব পরিকল্পনা মাফিক গত ৮ নভেম্বর সকাল ১০টার দিকে বড় ছেলের বউ শওকতারা ওই ঘরে একজন অপরিচিত বেদেকে ঢুকিয়ে বাইরে থেকে ঘরের শিকল তুলে দিয়ে সারাদিন বন্দি করে রাখে। ওই বেদের সাথে অনৈতিক কাজের মিথ্যা অভিযোগ তুলে তার ছেলেরা শালিস বিচার বসায়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুস সবুরের নেতৃত্বে ও পুকুরিয়াচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে সাজানো বিচারে ওই বেদের নিকট থেকে সাত হাজার টাকা জরিমানা আদায় করে গ্রাম্য বিচারকরা বেদেকে ছেড়ে দেয়।
এরপর হালিমার ছেলে ও বউরা একযোগে হালিমাকে হত্যার উদ্দেশ্যে শারীরিক নির্যাতন চালায়। ফলে বৃদ্ধ হালিমা মারাত্মক জখম হয়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে তার ঘরে রেখে এসে তার আত্মীয় স্বজনকে খবর দেয়।
পরদিন বৃদ্ধার স্বজনরা এসে তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করান। গত ১১ নভেম্বর হালিমা বেগম সাত জনকে আসামী করে নাচোল থানায় একটি অভিযোগ করেছেন।
এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রা/অ