রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:০৮ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর নাম খাদিজা (১২)। সে চারঘাট উপজেলার আনোয়ার হোসেনের মেয়ে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক এফএমএ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জ্বর নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন খাদিজা। তাকে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে সে রাত দেড়টার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিচালক জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১৯৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এর মধ্যে স্থানীয় আছেন ১৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৬৩ জন। সুস্থ হয়েছেন ৭৬ জন। এ পর্যন্ত রামেকে চিকিৎসা নিয়েছেন চার হাজার ৩৩৬ জন। এদের মধ্যে স্থানীয় রোগী ভর্তি হয়েছে তিন হাজার ১৪৯ জন। সুস্থ হয়েছেন চার হাজার ১১৩ জন। মারা গেছেন ২৯ জন। রা/অ