রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩০ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী কলেজ শিক্ষককে হুমকি ও গালিগালাজ করার ভিডিও ধারণ করার অপরাধে দুই সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ৩ টার দিকে রাজশাহী কলেজের গণিত বিভাগের ভেতরে এ ঘটনা ঘটে।
আহত দুই সাংবাদিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত দুজন হলেন- রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জার্নালের জেলা প্রতিনিধি আবু সাইদ রনি এবং রিপোর্টার্স ইউনিটির সদস্য ও রাজশাহী পোস্টের স্টাফ রিপোর্টার আবদুল আলীম। রনিকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আর আলীমকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ৷
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কলেজের গণিত বিভাগে কলেজ ছাত্রলীগ সেক্রেটারির নেতৃত্বে একটি গ্রুপ শিক্ষকদের সঙ্গে অকৃতকার্য পরিক্ষার্থীদের কেন পরিক্ষা দিতে দেয়া হবে না? এটা নিয়ে তর্কবিতর্ক করছিলো৷ সেখানে দায়িত্বরত শিক্ষককে ছাত্রলীগ নেতা-কর্মীরা মারমুখী হলে বিষয়টি জানার পর সেখানে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল খালেকসহ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। এসময় আহত দুই সাংবাদিকও সেখানে উপস্থিত হন। একপর্যায়ে ছাত্রলীগের নেতারা উপস্থিত শিক্ষকদের উপর চড়াও হলে দুই সাংবাদিক ঘটনার ভিডিও ধারণের জন্য ফোন বের করে। এতে ক্ষিপ্ত হয়ে দুই সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে৷ এসময় বাঁধা দিতে আসলে কলেজ অধ্যক্ষসহ অন্য শিক্ষকদেরও লাঞ্চিত করা হয়। এসময় গণিত বিভাগে ভাংচুর এবং আহত দুই সাংবাদিকদের ফোনসহ মানিব্যাগও ছিনতাই করে নিয়ে যায় তারা৷
আহত সাংবাদিক আবু সাইদ রনি বলেন, কোন কিছু বোঝার আগেই তারা কিল-ঘুষি মারতে থাকে। জাফরের নেতৃত্বে হামলা করা হয়। এক পর্যায়ে শিক্ষকরা বাঁচাতে আসলে তাদের কেউ শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এরমধ্যে জ্ঞান হারিয়ে ফেলি। নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত একজন শিক্ষক জানান, রাজশাহী কলেজে ছাত্রলীগ ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করেছে৷ তাদের ভয়ে শিক্ষক-শিক্ষার্থীরা সবসময় তটস্থ থাকে। প্রায়শই তারা ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট গিয়ে শিক্ষকদের হুমকি দিয়ে অনৈতিক কাজ করতে বাধ্য করে। কেউ প্রতিবাদ করলে তার পরিণত খুবই ভয়াবহ হয়। এজন্য শিক্ষকরা ভয়ে কিছু বলতে পারে না। এসময় ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানান তিনি৷ রা/অ