শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩৩ am
আশরাফুল ইসলাম রনজু ও শহিদুল ইসলাম :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও রাজশাহীর তানোরে পাগলা হাতির আক্রমনে দুইজন নিহত হয়েছেন। এরা হলো মোবাশ্বের আলী (১৩) ও রামপদ মন্ডল (৪০) । এদের মধ্যে রামপদর বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া গ্রামে। আর মোবাশ্বের আলীর বাড়ি নাচোল উপজেলার আমনুরা লক্ষ্মীপুর গ্রামে।
আজ (৮ নভেম্বর) বুধবার সকালে ও বিকেলে পৃথক এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে নাচোল উপজেলার আমনুরা লক্ষীপুর এলাকায় ও তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়ার ধামধুম এলাকায়।
নাচোল থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, গত ৭ নভেম্বর বগুড়ার মহাস্থান গৌড় থেকে আসা দুটি হাতির পিঠে মাহুত রাস্তায় গাড়ি থামিয়ে টাকা উঠানোর সময় চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের আমনুরা-চাঁপাই সড়কের বিকেল ৫টার দিকে ধি-নগরে ৫ জন অটো যাত্রী হাতির আক্রমণে আহত হয়।
ওই সময় এলাকাবাসী হাতির মাহুতকেসহ হাতি দুটিকে তাড়া করে। এতে হাতি দুটি আতঙ্কিত হয়ে আমনুরা ঝিলিম বাজারের দিকে পালিয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসলে হাতির চালক (মাহুত) হাতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হাতি দুটি ওই সময় নাচোল উপজেলার মানিকরা এলাকার ধানক্ষেতে নেমে যায়। খবরটি এলাকায় ঝড়িয়ে পড়লে আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লক্ষিপুর গ্রামের বুলবুল মিয়ার ৮ম শ্রেণিতে পড়ুয়া ছেলে মোবাশ্বের আলী (১২) ওই হাতি দেখতে গেলে একটি হাতি শিশুটিকে ঘটনাস্থলে আছড়িয়ে মেরে ফেলে।
এব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অপর হাতিটিকে ধরতে পুলিশ, ফায়ার সার্ভিস ও বণবিভাগের লোকজন এলাকায় অবস্থান করছে। আতঙ্কিত হাতি দুটি ওই এলাকার প্রায় একশো বিঘা পাকা ধানক্ষেত নষ্ট করেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। বাচ্চা হাতিটিকে ধরতে পারলেও মা হাতিটিকে এখনো ধরা সম্ভব হয়নি। সেটি তানোরের সিমানায় পালিয়ে গেছে।
এব্যাপারে থানার ওসি আব্দুর রহিম জানান, আমনুরা থেকে আসা হাতিটি বর্তমানে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের ধামধুম এলাকায় রয়েছে। হাতিটি এখনো ধরা সম্ভব হয়নি। পাগলা হাতিটি নিয়ন্ত্রণে রাখতে তানোর উপজেলা প্রসাশন, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও বনবিভাগের কর্মকর্তারা কাজ করছেন। কাল সকালে হাতিটি উদ্ধার করতে বনবিভাগের প্রশিক্ষিত লোকজন আসবেন। রাতে যেন স্থানীয় লোকজন বাড়ির বাইরে না বের হয় সেজন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে জুমারপাড়া এলাকায় মাইকিং করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, হাতি দুইটি নাচোল এলাকায় অবস্থান করে গ্রামে গ্রামে চাঁদা তুলে বেড়াচ্ছিল মাহথ। পুলিশ জানান, হাতির দুই মাউথকে নাচোল থানা পুলিশ আটক করেছে।
মোবাশ্বের আলীর মত আঁছড়ে মারে রামপদকে। দুটি হাতির মধ্যে একটি স্থানীয় লোকজন আটক করেছে। অপরটি তানোর উপজেলার ধামধুম জঙ্গলে ছুটে বেড়াচ্ছে। রা/অ