রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৫৩ pm

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
তানোরে পল্লীবিদ্যুতে চলতে রাস্তার গাছ নিধনের উৎসব

তানোরে পল্লীবিদ্যুতে চলতে রাস্তার গাছ নিধনের উৎসব

আব্দুস সবুর, তানোর :
রাজশাহীর তানোরে অকারণে পল্লীবিদ্যুৎ অফিস রাস্তার তরতাজা গাছ নিধন করছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালের দিকে তানোর টু চৌবাড়িয়া রাস্তার চৌবাড়িয়া পেট্রোল পাম্পের উত্তরে ঘটেছে গাছ নিধনের উৎসব। তরতাজা গাছ কেটে কিছুটা ফেলে রেখেছে আবার অনেকগুলো নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেন স্থানীয়রা।

জানা গেছে, বিদ্যুৎ লাইনের দোহায়ে তানোর টু চৌবাড়িয়া রাস্তার পেট্রোল পাম্পের উত্তরে ও রাস্তার পশ্চিমে এবং পূর্ব দিকে ১৫টির মত তাজা গাছ কেটেছেন পল্লীবিদ্যুতের লাইনম্যান কাবাতুল্লাহ।

স্থানীয়রা জানান, বিদ্যুতের লাইনের জন্য গাছের ডালপালা কাটতে দেখেছি। কিন্তু প্রথমবারের মত দেখলাম তাজা গাছের গোড়া কাটা। ছোট বড় ও মাঝারি সাইজের শিশু এবং নিমগাছ ১৫টির মত কাটা হয়েছে। আমরা বার বার নিষেধ করেছি গাছের ডালপালা কাটেন গোড়া কেন কাটছেন। কিন্তু তারা কাও কথার কোন কর্নপাত না করে গোড়া থেকে গাছ কেটেছেন। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রায় দিন বিদ্যুতের তার টানার দোহায়ে ডালপালা তো কেটেই থাকেন। তাহলে গোড়া পর্যন্ত কেন কাটা হল।

সরেজমিনে দেখা যায়, রাস্তার পশ্চিমে নিমগাছ কাটার চিহ্ন রয়েছে। ছবি তোলার সময় কয়েকজন বলেন, সামনে যান আরো কাটা আছে। সামনে গেলে রাস্তার দু’ধারে বেশ বড় সাইজের নিম ও শিশুগাছ কাটা হয়েছে। ছোট সাইজের একটি শিশুগাছ পড়ে আছে।

গাছ কাটা লাইনম্যান কাবাতুল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যুতের লাইনের জন্য গাছ কাটা কেন আরো কিছু করা যায়। ডিজিএম বলেছেন গাছের গোড়া কাটা যাবে না তাহলে কিভাবে কাটলেন জানতে চাইলে তিনি বলেন, স্যারের হুকুমে কাটা হয়েছে, এখন যদি অস্বীকার করেন তাহলে কি বলার আছে বলে তিনি দায় সারেন।

এজিএম কামাল হোসেনের সাথে কথা বলা হলে তিনি বলেন, গাছ কাটার ঘটনা তার অজানা। কামারগাঁ এলাকার লাইনম্যান ভালো বলতে পারবেন বলে এড়িয়ে গেছেন তিনি।

এভাবে গাছ কাটা যায় কিনা জানতে পল্লীবিদ্যুতের ডিজিএম জহুরুলের সাথে মোবাইলে কথা বলা হলে তিনি সাব জানিয়ে দেন, গাছের গোড়া কাটার কোন সুযোগ নেই। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.