রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১০ pm
আব্দুস সবুর, তানোর :
রাজশাহীর তানোরে অকারণে পল্লীবিদ্যুৎ অফিস রাস্তার তরতাজা গাছ নিধন করছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালের দিকে তানোর টু চৌবাড়িয়া রাস্তার চৌবাড়িয়া পেট্রোল পাম্পের উত্তরে ঘটেছে গাছ নিধনের উৎসব। তরতাজা গাছ কেটে কিছুটা ফেলে রেখেছে আবার অনেকগুলো নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেন স্থানীয়রা।
জানা গেছে, বিদ্যুৎ লাইনের দোহায়ে তানোর টু চৌবাড়িয়া রাস্তার পেট্রোল পাম্পের উত্তরে ও রাস্তার পশ্চিমে এবং পূর্ব দিকে ১৫টির মত তাজা গাছ কেটেছেন পল্লীবিদ্যুতের লাইনম্যান কাবাতুল্লাহ।
স্থানীয়রা জানান, বিদ্যুতের লাইনের জন্য গাছের ডালপালা কাটতে দেখেছি। কিন্তু প্রথমবারের মত দেখলাম তাজা গাছের গোড়া কাটা। ছোট বড় ও মাঝারি সাইজের শিশু এবং নিমগাছ ১৫টির মত কাটা হয়েছে। আমরা বার বার নিষেধ করেছি গাছের ডালপালা কাটেন গোড়া কেন কাটছেন। কিন্তু তারা কাও কথার কোন কর্নপাত না করে গোড়া থেকে গাছ কেটেছেন। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রায় দিন বিদ্যুতের তার টানার দোহায়ে ডালপালা তো কেটেই থাকেন। তাহলে গোড়া পর্যন্ত কেন কাটা হল।
সরেজমিনে দেখা যায়, রাস্তার পশ্চিমে নিমগাছ কাটার চিহ্ন রয়েছে। ছবি তোলার সময় কয়েকজন বলেন, সামনে যান আরো কাটা আছে। সামনে গেলে রাস্তার দু’ধারে বেশ বড় সাইজের নিম ও শিশুগাছ কাটা হয়েছে। ছোট সাইজের একটি শিশুগাছ পড়ে আছে।
গাছ কাটা লাইনম্যান কাবাতুল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যুতের লাইনের জন্য গাছ কাটা কেন আরো কিছু করা যায়। ডিজিএম বলেছেন গাছের গোড়া কাটা যাবে না তাহলে কিভাবে কাটলেন জানতে চাইলে তিনি বলেন, স্যারের হুকুমে কাটা হয়েছে, এখন যদি অস্বীকার করেন তাহলে কি বলার আছে বলে তিনি দায় সারেন।
এজিএম কামাল হোসেনের সাথে কথা বলা হলে তিনি বলেন, গাছ কাটার ঘটনা তার অজানা। কামারগাঁ এলাকার লাইনম্যান ভালো বলতে পারবেন বলে এড়িয়ে গেছেন তিনি।
এভাবে গাছ কাটা যায় কিনা জানতে পল্লীবিদ্যুতের ডিজিএম জহুরুলের সাথে মোবাইলে কথা বলা হলে তিনি সাব জানিয়ে দেন, গাছের গোড়া কাটার কোন সুযোগ নেই। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। রা/অ