শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩৬ am
শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজামা নিয়ে বিরোধ নিরসনে শালিস বৈঠকে হামলা-ভাঙচুর ও আহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের পনের রশিয়া এলাকা এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে।
এনিয়ে মঙ্গলবার বিকেলে বেলাল উদ্দিন বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহারে জানা গেছে, দীর্ঘদিন ধরে বেলাল উদ্দিনের সঙ্গে প্রতিবেশিদের জমিজামা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। দুপুরে স্থানীয়ভাবে বিষয়টি নিরসনের লক্ষে প্রতিবেশি মিজানুরের বাড়ির পেছনে আমবাগানে শালিস বৈঠকের আয়োজন করা হয়। শালিস বৈঠক চলাকালে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বেলাল উদ্দিনের পরিবারের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা।
এসময় আবদুল লতিফ, মতিন ও দোয়েলসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এদিকে, বেলালের গলিতে থাকা মুদিখানার দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এবিষয়ে শিবগঞ্জ থানার ডিউটি অফিসার সুস্মিতা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, উর্দ্ধতন কর্মকর্তা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন। আজকের তানোর