শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৭ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।
“বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা”-শীর্ষক প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।
অতিথিগণ সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের রক্ষাকবচ সংবিধান মাত্র এক বছরের মধ্যে প্রনয়ণ করা পৃথিবীর মধ্যে একটি বিশ্ময় বলে উল্লেখ করেন। আর এটি সম্ভব হয়েছিল জাফতর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায়।
অপরদিকে, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে অফিসের নিবন্ধিত সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক শফিকুল আলম। “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”- এ প্রতিপাদ্য। উপজেলায় ৩০৮টি নিবন্ধিত সমিতির রয়েছে। রা/অ