শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:০০ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নাচোল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগী ৫০টি পরিবারের মাঝে শীতকালীন সবজি বীজ (লাউ, মিষ্টি কুমড়া, ঢেড়স, বরবটি) এবং ফলজ চারা (আম, পেয়ারা, লেবু) বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাধবপুর আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগী ৫০টি পরিবারের মহিলাদের মাঝে এসব সবজি বীজ ও ফলের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইামেনা শারমীন। তিনি গ্রামীণ মহিলাদের কৃষি বিষয়ক, বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্ত, প্রতিরোধ ও বিভিন্ন সামাজিক সুরক্ষা বিষয়ে পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত উপকার ভোগী পরিবারের মাঝে পারিবারিক পুষ্টি নিশ্চিত করণের লক্ষ্যে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় বিনামূল্যে এসব চারা বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার। আঙ্গিনায় শাক সবজির চাষ করে আমরা নিজেরাই নিজেদের শাকসবজির চাহিদা পূরণ করতে পারব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে হলে কোন জমি খালি রাখা যাবে না। তাই খালি জমিতে চাষাবাদের জন্য কৃষক ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের এগিয়ে আসার আহ্বান জানান।
কৃষি অফিসার সলেহ্ আকরাম বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিটি পরিবারের মাঝে পারিবারিক পুষ্টি নিশ্চিতের লক্ষ্যে সকলের সহযোগিতায় এক নিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নাচোল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের মাঝে শীতকালীন সবজি বীজ ও ফলের চারা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, পর্যায়ক্রমে অন্যান্য আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের মাঝে এসব সবজি বীজ ও ফলের চারা বিতরণ করা হবে। রা/অ