রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪০ pm
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামে পল্লীবিদ্যুতের আগুনে এক দরিদ্র কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকান্ডে হাঁস-মুরগী, ছাগল ও ঘরের চাতালে রাখা ধানসহ বাড়ির সমস্ত মালামাল ও আসবাবপত্র পুড়ে ওই কৃষকের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের দরিদ্র কৃষক সাইফুর রহমানের ছেলে সাকিবুল ইসলামের পাকা বাড়িতে রাত ২ টার দিকে প্রথমে পল্লীবিদ্যুতের মিটার থেকে আগুন লাগে। এ আগুন মূহুর্তের মধ্যে বাড়ির টিনের চালায় ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির লোকজন সবাই ঘুমিয়ে ছিলেন। গ্রামের লোকজন টের পেয়ে পানি ঢেলে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দমকল দ্বারা পানি ছিঁটিয়ে ভোর রাতের দিকে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে হাঁস-মুরগী, ছাগল ও ঘরের চাতালে রাখা ধানসহ বাড়ির সমস্ত মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। কৃষক সাকিবুল ইসলাম জানান, অনাকাঙ্খিত আগুনে তার ৩টি ছাগল, ২২ টি হাঁস-মুরগী, ৪টি টিনসেট ঘর, পানির ট্যাংকি মোটর ফ্যান ও ঘরের চাতালে রাখা ধানসহ বাড়ির সমস্ত মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে তাঁর প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এবিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান ও প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা রাজীব আলা রানা জানান, ক্ষতিগ্রস্থ ওই কৃষক পরিবারের তাৎক্ষণিকভাবে পুনর্বাসনের জন্য রোববার দুপুরে উপজেলা ত্রাণ তহবিল থেকে নগদ ১৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন- ক্ষতিগ্রস্থ ওই কৃষক পরিবারের সদস্যরা যেনো পুরোপুরি পুনর্বাসনের সুযোগ পায় সে জন্য সরকারিভাবে আর্থিক অনুদান দিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। রা/অ