শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৬:০৫ am
নিজস্ব প্রতিবেদক :
২৭ অক্টোবর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকাল ১১টায় ধানমণ্ডি বত্রিশ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড কেন্দ্রীয় কমিটি।
১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের কালো রাত্রিতে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর সংগঠনের নেতৃবৃন্দ দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামাতের সকল দেশী-বিদেশী ষড়যন্ত্র রুখে দিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল নেতৃত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে দেশের শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি নিশ্চিত করার শপথ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক আল মামুন, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খাদিমুল বাশার জয়, সাধারণ সম্পাদক রাশিদ শাহরিয়ার উদয়, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোজাম্মেল হক লেনিন ও লুৎফুল আজম।
এছাড়াও আব্দুর রহমান রুবেল, আশরাফুল ফাহাদ, ইঞ্জি: আবু হানিফ, সুজা সরকার জয়, যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জি: এনামুল হক মনির, মেহেদী মাহমুদ রেজা, শের সম্রাট খান, আরিফ সিদ্দিকী নিটোল, ঢাকা কলেজ শাখার সভাপতি থান্দার মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক আল ইমামসহ প্রমুখ নেতৃবৃন্দ। রা/অ