শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫১ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুরের কেশরহাট উচ্চবিদ্যালয় মাঠে দুইদিন ব্যপি ঐতিহাসিক তাফসীর মাহফিল অনুষ্ঠিত হবে। কেশরহাট বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আগামী ২৯ ও ৩০ আক্টোবর আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন সাঁকোয়া-বাকশৈল কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ।
প্রথম দিনের প্রধান বক্তা হিসেবে তাফসীর করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা তারিক মনোয়ার, ঢাকা। এছাড়াও তাফসীর করবেন বেলঘরিয়া হাট ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা এফএম ইসমাইল আলম আলম আল হাসানী এবং কেশরহাট তা’যীমুল উম্মাহ হিফ্য ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মিজানুর রহমান।
দ্বিতীয় দিনের প্রধান অতিথি তাফসীর করবেন আন্তর্জাতিক ক্বেরাত প্রতিযোগিতায় সনদপ্রাপ্ত এবং ঢাকা বড় মগবাজার জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা আবদুল কাইয়ুম।
এছাড়াও তাফসীর করবেন তানোর মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মাওলানা জিএএম আবদুল আবদুল আওয়াল, সাঁকোয়া-বাকশৈল কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা ইসাহাক আলীসহ স্থানীয় ওলামায়ে ক্বেরাম। মাহফিলে ডিজিটাল পর্দার মাধ্যমে নারীদের তাফসীর শোনা ও দেখার সুব্যবস্থা রয়েছে।
ইতোমধ্যে তাফসীর প্রয়াজনীয় সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির আহবায়ক ডাঃ হাারেস আলী আকন্দ। রা/অ