সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫৬ am
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। আর বাংলাদেশের মধ্যে রোল মডেল হবে চারঘাট পৌরসভা।
সোমবার বিকেলে চারঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র একরামুল হকের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চারঘাট-বাঘার সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চারঘাট পৌরবাসীর আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে আগামীকাল থেকেই কাজ শুরু করতে হবে। চারঘাট পৌরসভাকে দেশের না হলেও রাজশাহীর মধ্যে শ্রেষ্ঠ পৌরসভায় রুপান্তরিত করতে সব ধরনের সহযোগীতা করা হবে।পৌরসভা হবে মানুষের সেবার আশ্রয় কেন্দ্র। কোন মানুষ যাতে সেবা নিতে এসে হয়রানির শিকার না হয় সেদিকে মেয়রসহ সকল কাউন্সিলরবৃন্দকে নজর রাখতে হবে। মনে রাখবেন আপনারা পৌরসভার সেবক। এই কথাটি মাথায় রেখে মানুষের দৌড় গোড়ায় সেবা পৌঁছে দিবেন।
তিনি পৌরবাসীদের উদ্দেশ্যে বলেন, আমার কাছে আপনাদের দাবি করার অধিকার আছে। আপনারা কেউ সঙ্কোচ না করে কোন কোন এলাকায় কী ধরনের সমস্যা আছে সেগুলো সঠিক সময়ে আমাকে জানাবেন। পরিকল্পনা মাফিক পৌরসভার উন্নয়ন কাজ করতে হবে। অপরিকল্পিত উন্নয়ন কাজ জনগনের উপকারে আসবেনা। একটি কথা মনে রাখতে হবে, দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।
নবনির্বাচিত মেয়র একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আ’লীগের অন্যতম সদস্য সাইফুল ইসলাম বাদশা, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার, সাধারন সম্পাদক রায়হানুল হক রানা প্রমুখ। আজকের তানোর