শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫৩ pm
শাকিল হোসেন (নিজস্ব প্রতিবেদক) নিয়ামতপুর :
নওগাঁর নিয়ামতপুরে ১৬ কেজি গাঁজা, ৩১৩ পিস ইয়াবা ট্যাবলেট ছাড়াও লক্ষাধিক টাকা ও একটি মটরসাইকেলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানাপুলিশ। গ্র্রেফতারকৃতরা হলেন- নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের মৃত পরীর ছেলে আমরুল (৩৫) ও নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের করকরিয়া (মাষ্টারপাড়া)’র আব্দুর রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম (২৫)।
থানা সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি ১১টায় ওসি মাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মনজিল সিদ্দিকী, এসএসআই আকবুল ও সাফিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের চারমাথার মোড়ে ইমরানের চায়ের দোকানের সামনে থেকে ৬১ পিস ইয়াবা ও একটি টিভিএস (রেজিষ্ট্রেশন বিহীন) মটরসাইকেলসহ রাকিবুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়।
অপরদিকে, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের মৃত পরীর ছেলে আমরুল ইসলাম (৩৫) কে নিজ বাড়ি হতে গভীর রাতে ১৬ কেজি গাঁজা, ২৫২ পিচ ইয়াবা ও নগদ ১ লক্ষ টাকাসহ আটক করা হয়।
এবিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে আমার নেতৃত্বে অভিযান চালিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের চার মাথার মোড় হতে ৬১ পিচ ইয়াবা ও একটি মটরসাইকেলসহ এক মাদক কারবারীকে আটক করা হয়।
এছাড়াও বাহাদুরপুর ইউনিয়নের গয়েশপুর গ্রাম থেকে ১৬ কেজি গাঁজা, নগদ ১ লক্ষ টাকা ও ২৫২ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ স্কটের মাধ্যমে তাদের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রা/অ