মঙ্গবার, ০৩ িসেম্র ২০২৪, সময় : ১১:২৭ pm
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে আর্থিক অনুদান দেয়া হয়েছে। রোববার পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা অওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী ব্যক্তিগতভাবে এ অনুদান প্রদান করেন।
পবা উপজেলায় ২১টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যারমধ্যে রয়েছে- বায়া তেলীপাড়া, বায়া বালিয়াডাঙ্গা, বসন্তপুর, মহানন্দখালি, নওহাটা রাজরাজেশ্বরী, নওহাটা শশ্মানঘাট, নওহাটা সাহাপাড়া, নওহাটা শিব কালি মাতা, নওহাটা নবরূপ, নওহাটা লায়ন, তকিপুর, দারুশা, ধর্মহাটা, শিতলাই, শিতলাই মেদবাড়ি, কাশিয়াডাঙ্গা, দাদপুর গোবিন্দ মন্দির, পারিলা, পান্থাপাড়া, রাজশাহী চিনিকল ও সূর্যপুর হলদাপাড়া মন্দির।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন, পবা উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, উপ দপ্তর সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। রা/অ