রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৩২ pm
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
সনাতন ধর্মীলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তায় রাজশাহী র্যাব-৫ প্রস্তুত বলে জানিয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত র্যাব সার্বিক নিরাপত্তায় র্যাব মাঠে থাকবে বলে জানিয়েছেন র্যাব-৫ এর অধিনায়ক অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার। শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে মহানগরীর রানীবাজার টাইগার সংঘ পূজা মন্ডপে র্যাবের এক বিশেষ প্রেস ব্রিফিং এসব তথ্য জানান তিনি।
তিনি আরো বলেন, রাজশাহী সিটিসহ রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাটসহ র্যাব ৫ এর আওতাধীন সকল জেলায় এই নিরাপত্তার চাদরে বিস্তৃত করা হয়েছে। পূজা মন্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানে বোম ডিসপোজাল টিম কার্যক্রম চালিয়েছে। যাতে যে কোন উদ্ভূত পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারি। র্যাব ৫ এর সকাল কোম্পানী কমান্ডারগণ সকল জেলায় পূজা কমিটির সাথে যোগাযোগ রাখছে। নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক ফোস মোতায়েন করা হয়েছে।
বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও ভার্চুয়াল জগনের প্রপাগন্ডা চালানো প্রতিরোধে কাজ করছে। সাদা পোষাকে র্যাব সদস্যরা তৎপর রয়েছে। এই পূজাকে কেন্দ্র করে কেউ নাশকতা তৈরী করলে কঠোর হস্তে দমন করার কথা জানান র্যাব-৫ এর অধিনায়ক।পরে বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার। রা/অ