শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫২ pm
রবিউল ইসলাম মিনাল (নিজস্ব প্রতিবেদক) গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাড়ী থানার পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও নির্দেশনা প্রদান করে নিসছিদ্র নিরাপত্তায় প্রসংশায় ওসি কামরুল ইসলাম। উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বী নাগরিকবৃন্দের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শারদীয় শুভেচ্ছা ও নির্দেশনা দিয়েছেন ওসি।
শুভেচ্ছা বার্তায় ওসি কামরুল ইসলাম বলেন, শারদীয় দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের নাগরিকবৃন্দের প্রধান ধর্মীয় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির গোদাগাড়ী উপজেলাবাসী সকলে আনন্দ উৎসাহের মধ্যদিয়ে এ উৎসবকে আরো আনন্দময় করে তুলবে এ আশা করেন।
তিনি দূর্গাপূজায় হিন্দু সম্প্রদায় নাগরিকবৃন্দকে দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করার আহবান জানিয়ে ওসি কমরুল ইসলাম গোদাগাড়ী উপজেলার সকল মন্দির কমিটির উদ্দেশ্য আরো বলেন, গোদাগাড়ী উপজেলাধীন প্রতিটি পূজামন্দির/মন্ডপে নিজস্ব উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বাধ্যতামূলক মাস্ক পরিহিত অবস্থায় থাকতে হবে। পূজা মন্দির/মন্ডপে সেচ্ছাসেবক পলাক্রমে নিরাপত্তায় নিয়োজিত থাকতে হবে। পূজা মন্দির/মন্ডপে সার্বিক নিরাপত্তা বিবেচনায় সিসি ক্যামেরা এবং পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে।
এছাড়াও সাম্প্রদায়িক দাঙ্গা ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সচেতন থাকার নির্দেশ প্রদান করেন ওসি কামরুল ইসলাম। রা/অ