মঙ্গবার, ০৩ িসেম্র ২০২৪, সময় : ১১:১২ pm

সংবাদ শিরোনাম ::
তানোরে আলুখেতে সেচ প্রদানে বাধা বিপাকে চাষি ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ আট দফা দাবিতে রাজশাহীর ডিসিকে ক্যাবের স্মারকলিপি পতাকায় আগুন দিয়ে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সব আসামি খালাস মোহনপুরে বিএনপির আনন্দ মিছিল নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ২৪ জন গ্রেপ্তার মাদক বাণিজ্যে কোটিপতি আর সেবনে সংসারছাড়া মানুষ সরকার পতন আন্দোলনে পুলিশের ক্ষতিপূরণের কোনও উদ্যোগ নেই নগরীতে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন বাংলাদেশে হিন্দুরা ভালো নেই, ভারতের সংসদ সদস্য অভিনেত্রী কঙ্গনা বাগমারায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদন্ড লাতিন আমেরিকান ক্লাব বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত নজরদারি আর গ্রেফতার আতঙ্কে ভুগছে বিপুলসংখ্যক পুলিশ শীতের তীব্রতায় দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে তানোরে একদিকে ধান মাড়াই অপরদিকে আলু রোপনে ব্যস্ত কৃষক-কৃষাণীরা দেশেই কম খরচে বাস তৈরি করবে বিআরটিসি হেমন্তের সোনালি ধানের ভাপা পিঠায় শীতের আগমনী বার্তা অচেনা ছন্দে আক্ষেপ ফুরোচ্ছে বার্সেলোনা সমর্থকদের
পবায় মাদক ব্যবসায়ীদের নিয়ে এমপির উন্নয়ন শোভাযাত্রা!

পবায় মাদক ব্যবসায়ীদের নিয়ে এমপির উন্নয়ন শোভাযাত্রা!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের উদ্যোগে পবা উপজেলায় ‘উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির পরে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যেখানে এক আওয়ামী লীগ নেতা এই শোভাযাত্রাকে ‘মাদক ব্যবসায়ীদের শোভাযাত্রা’ বলে অভিহিত করেছেন। সংসদ সদস্য এই মাদক ব্যবসায়ীদের পুষছেন বলেও অভিযোগ তাঁর।

ফেসবুকে ভিডিও বক্তব্য দেওয়া ওই আওয়ামী লীগ নেতার নাম সাইদুর রহমান ওরফে বাদল। তিনি পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। সাইদুর রহমান একই সঙ্গে হরিপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, হাজার হাজার মানুষের শোভাযাত্রার মধ্যে দু–একজন চোর–ডাকাত এলে তাঁর পক্ষে খুঁজে বের করা সম্ভব নয়।

নিজের ফেসবুকে আপলোড করা ভিডিওতে সাইদুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘প্রাণপ্রিয় নেত্রী’ সম্বোধন করে বলেন, ‘আপনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং পবার হরিপুর ইউনিয়ন থেকে এমপি আয়েন উদ্দিনের যে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে, সেটা ফেনসিডিল-মাদক ব্যবসায়ীদের শোভাযাত্রা হয়েছে। মাদক ব্যবসাকে জোরদার করার জন্য আমার মনে হয় এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমি ধিক্কার জানাই। আপনার কাছে আকুল আবেদন জানাই। এ রকম শোভাযাত্রা না হওয়াই ভালো। বাংলাদেশ আওয়ামী লীগের এই শোভাযাত্রা মানায় না।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার পবা উপজেলার নওহাটা এলাকা থেকে এই শোভাযাত্রা বের করা হয়। সংসদ সদস্য আয়েন উদ্দিন ছাদ খোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে শোভাযাত্রার সামনে ছিলেন। পেছনে মোটরসাইকেল নিয়ে ছিলেন তাঁর অনুসারীরা। এটি পবার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করেন।

সাইদুর রহমান ফেসবুকে এই ভিডিও দেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, যেটা সত্য সেটাই তিনি বলেছেন। তিনি সত্য কথা বলতে কাউকে ভয় পান না। তাঁর মতে, হরিপুর ইউনিয়ন থেকে যত মোটরসাইকেল গিয়েছে, তার তিন ভাগের দুই ভাগই মাদক ব্যবসায়ী। তাদের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। সংসদ সদস্য তাদের পুষছেন। এলাকায় মাদকবিরোধী একটি কমিটি গঠন করেছেন উল্লেখ করে সাইদুর রহমান বলেন, তিনি এই কমিটির সভাপতি। সহায়তাকারী সদস্য রয়েছে ৯৮ জন। তিনি ৩০ বছর ধরে এই ইউনিয়নে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন। এই সংগঠনের নামে মাদক ব্যবসায়ীরা শোভাযাত্রা করছে এটা তিনি মেনে নিতে পারেননি। তাই ফেসবুকে দিয়েছেন।

এ ব্যাপারে সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, অক্টোবর মাস ব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের সব সাংগঠনিক (জেলা, মহানগর, উপজেলা, থানা) শাখার উদ্যোগে সারা দেশে বৃহৎ আকারে উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করার জন্য চিঠি দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে তিনি এই শোভাযাত্রার আয়োজন করেন। তিনি দাবি করেন, এত বড় শোভাযাত্রা রাজশাহীর আর কোথাও হয়নি। এত মানুষের মধ্যে কোনো চোর–ডাকাত যদি ঢুকে পড়ে, সেটা আমার পক্ষে বাছাই করা সম্ভব নয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা এগুলো সংগঠিত করেছেন। আমি শুধু মাত্র নির্দেশনা দিয়েছি। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.