রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:১২ pm
ক্রীড়া ডেস্ক :
ম্যাচটিকে ‘ফাইনাল অব দ্য ইয়ার’ বলেছিলেন জামাল ভূঁইয়া। সেই ফাইনাল জিতেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে জয় ২-১ গোলের। প্রথমার্ধে রাকিব হোসেনের গোলে এগিয়ে গেলেও মালদ্বীপ ফিরেছিল ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফয়সাল আহমেদ ফাহিমের গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশ বাকি সময়টা ১০ জন নিয়ে খেলেও জয় নিয়েই মাঠ ছেড়েছে।
বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে খেলবে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন। ১২ অক্টোবর মালেতে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
৮৬ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে বাংলাদেশকে সমতায় ফিরিয়েছিলেন সাদউদ্দিন।
বিস্তারিত আসছে…