রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫৫ pm

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
নগর পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু পেল মায়ের কোল

নগর পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু পেল মায়ের কোল

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৩ বছরের তাসফিয়াকে ফিরে পেয়েছে তার মা। নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মা লাবনী। শিশুটি কুস্টিয়া জেলার ভেড়ামারা থানার ফয়জুল্লাপুর গ্রামের নীলচাঁদের মেয়ে।

পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কেএম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক মো: মশিয়ার রহমান ও তার টিম রাজশাহী মহানগর এলাকায় অভিযান ডিউটি করছিলো। এসময় তারা ডিবি অফিসের সামনে শিশুটিকে কান্নাকাটি করতে দেখে।

পুলিশ পরিদর্শক মো: মশিয়ার রহমান শিশুটিকে কান্নাকাটির কারণ জিজ্ঞাসা করলে সে কিছু বলতে পারে না। তখন তিনি শিশুটিকে ডিবি অফিসে নিয়ে যান। সেখানে তাঁর সাথে বন্ধসুলভ আচরণ করে কান্নাকাটির কারণ জানতে চান। তখন ৩ বছর বয়সী শিশু জানায়, তার নাম তাসফিয়া। তার বাবা নীলচাঁদ। সে তার মায়ের সাথে ডাক্তার দেখানোর জন্য রাজশাহীতে এসেছিলো। তার মাকে হারিয়ে ফেলেছে।

এরপর ডিবি পুলিশ শিশুটির মায়ের সন্ধানের জন্য আরএমপি ও রাজশাহী জেলা কন্ট্রোল রুমকে অবহিত করেন। এছাড়াও ডিবি পুলিশ রাজশাহীর বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারদের বিষয়টি জানান। এর পাশাপাশি তারা শিশুটির মাকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। অবশেষে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ শিশুটির মা লাবনী খুঁজে পায়।

হারিয়ে যাওয়া শিশুটির মা লাবনী জানান, আজ ১৭ অক্টোবর ২০২৩ তার মেয়ে তাসফিয়াকে সাথে নিয়ে তার মায়ের চিকিৎসার জন্য রাজশাহীর একটি ক্লিনিকে আসেন। সেখানে লাবনী তার মেয়ে তাসফিয়াকে বসিয়ে রেখে বাথরুমে যান। বাথরুম থেকে ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে তার মা তাকে খুজতে থাকেন। পরে আরএমপি পুলিশের সহায়তায় মেয়েকে ফিরে পান।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নাম-ঠিকানা যাচাই করে ডিউটি অফিসারের মাধ্যমে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। শিশুটিকে ফিরে পেয়ে মা লাবনী আক্তার অত্যন্ত আনন্দিত। তিনিসহ তার নিকট আত্মীয়রা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও উদ্ধারের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.